দেশ বিভাগে ফিরে যান

ভোট মিটলেই বিধি সংশোধন! CAA কী বুমেরাং হচ্ছে BJP-র জন্য?

March 19, 2024 | 2 min read

ভোট মিটলেই বিধি সংশোধন!

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ভোট মিটলেই নাকি সিএএ-র বিধি সংশোধন হবে, এমনই দাবি বিজেপি বিধায়কের। তবে কি ভোট বৈতরণী পেরোতে সিএএ নেহাতই ‘গিমিক’ ছিল? নাকি মোদী সরকার বুঝতে পারছে নাগরিকত্ব আইন তাঁদের জন্য বুমেরাং হতে চলেছে? ইতিমধ্যেই আইনের বিরুদ্ধে পথে নেমেছেন মানুষজন। মতুয়া গড়ে চলছে বিদ্রোহ। এক কাপড়ে ভিটে-মাটি ছাড়া মানুষেরা কী নথি দেখাবেন?

নাগরিক নাকি অনুপ্রবেশকারী? সিএএ কার্যকর হতেই সাধারণ মানুষের মনে আতঙ্ক চেপে বসেছে। দিকে দিকে নানাভাবে হেনস্তার অভিযোগ উঠছে, প্রতিশ্রুতি ভঙ্গ নিয়েও বৃদ্ধি পাচ্ছে ক্ষোভ। বলা হয়েছিল, সিএএ-র অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করতে কোনও নথি লাগবে না। কিন্তু বিধি জারির পর দেখা যাচ্ছে, নথি দাখিল আবশ্যক। ইন্টারভিউও দিতে হবে। তারপরেও নাগরিকত্ব মিলবে কি না, তা নিয়ে সংশয় আছেই। শরণার্থীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। বিরোধীদের মতে, যে নাগরিকত্ব সংশোধনী আইনকে ভোটের অস্ত্র হিসেবে ব্যবহার করতে চেয়েছিল বিজেপি, সেটাই এখন ব্যুমেরাং হয়ে গিয়েছে। পিছু হটছে মোদী সরকার। শোনা যাচ্ছে, লোকসভা ভোট মিটলেই সিএএ-র বিধি বদলে ফেলা হবে।

রাজ্য বিজেপির উদ্বাস্তু সেলের আহ্বায়ক তথা হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার নিজেও অসন্তোষ প্রকাশ করেছেন। রবিবার তিনি সাফ জানান, সিএএ আইন তৈরির সময় যা বলা হয়েছিল, বিধিতে সেগুলি মানা হয়নি। ধর্মীয় অত্যাচারে দেশছাড়া মানুষগুলো এক কাপড়ে ভারতে আশ্রয় নিয়েছিল। তাঁদের কাছে ওই দেশের কাগজপত্র কিছু নেই। সরকার বলেছিল, কাগজ ছাড়াই নাগরিকত্ব দেওয়া হবে। সেই নিয়মই চালু করতে হবে। তিনি জানান, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে আলোচনা করেছেন তিনি। তাঁর দাবি, বিধি জারির পর ক্ষোভের কথা বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব অমিত শাহকে জানিয়েছেন। লোকসভা ভোট মিটলেই সিএএ বিধি সংশোধন হবে। অমিত শাহ আশ্বাস দিয়েছেন। চাপে পড়েই কি ব্যাকফুটে মোদী সরকার? উঠছে প্রশ্ন।

TwitterFacebookWhatsAppEmailShare

#politics, #Loksabha Election 2024, #CAA, #bjp

আরো দেখুন