২৪ ঘন্টার মধ্যে রাজ্যের DGP বদল করল EC, বিবেকের জায়গায় এলেন সঞ্জয়

এ বার তাঁকে সরিয়ে ভোটের সময় রাজ্য পুলিশের ডিজি করা হল ১৯৮৯ ক্যাডারের IPS সঞ্জয় মুখোপাধ্যায়কে।

March 19, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
২৪ ঘন্টার মধ্যে রাজ্যের DGP বদল করল EC, বিবেকের জায়গায় এলেন সঞ্জয়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার রাজীবকুমারকে জ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশের পদ থেকে সরিয়ে বিবেক সহায়ক সেই পদে এনেছিল নির্বাচন কমিশন (EC)। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে মঙ্গলবার রাজ্য পুলিশের ডিজি পদে সঞ্জয় মুখোপাধ্যায়কে বসাল EC । এই পদের জন্য আগে রাজ্যের কাছে তিনটি নাম চেয়েছিল তারা। সেই তিন জনের মধ্যে বিবেক সহায়ক DGP-র পদে বসানোর অনুমতি দেওয়া হয় রাজ্যকে। এ বার তাঁকে সরিয়ে ভোটের সময় রাজ্য পুলিশের ডিজি করা হল ১৯৮৯ ক্যাডারের IPS সঞ্জয় মুখোপাধ্যায়কে।

মঙ্গলবার এই অর্থে রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিককে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। আজ বিকেল ৫টার মধ্যে নির্বাচন কমিশনকে সঞ্জয় মুখোপাধ্যায়কে যে ডিজির দায়িত্ব দেওয়া হয়েছে, তা জানাতে হবে। ওনার অবসর গ্রহণের তারিখ ৩১ শে মে। কিন্তু ভোট প্রক্রিয়া চলবে ৪ জুন পর্যন্ত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen