রাজ্য বিভাগে ফিরে যান

দুর্গানগরে BJP বিধায়ককে দেখে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা, কেন?

March 20, 2024 | < 1 min read

দুর্গানগরে BJP বিধায়ককে দেখে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শনিবার সন্ধ্যায় শহরের দুর্গানগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় সাতটি বাড়ি। ঘটনার দেড়দিন পর সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ ঘটনাস্থলে আসেন বিজেপির ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় (Sikha Chatterjee)।

ক্ষতিগ্রস্তদের কাছে যেতেই বিধায়ককে ঘিরে ধরেন একাংশ। বিশেষ করে মহিলারা তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এক-দু’কথায় বিক্ষোভকারীদের কয়েকজন উত্তেজিত হয়ে ওঠেন। তাঁদের কয়েকজন বিধায়কের উপর চড়াও হওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। কোনওরকমে উত্তেজিতদের সামাল দিয়ে সেখান থেকে বেরিয়ে যান বিধায়ক।

ক্ষুব্ধ বাসিন্দারা বলেন, গত বিধানসভা ভোটে জেতার পর থেকে এলাকার রাস্তা মারাননি বিধায়ক। অগ্নিকাণ্ডের ৩৬ ঘণ্টা পর উনি রাজনীতি করার জন্য এখানে এসেছিলেন। এতদিন যখন সহায়তা করেননি, তখন এখন ওঁর প্রয়োজন নেই। তাই ওঁকে ঘিরে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। বিজেপি বিধায়ক বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলার সময় কয়েকজন দুর্ব্যবহার করেন। গায়ে হাত দেওয়ার চেষ্টা করা হয়। তাঁদেরকে বুঝিয়ে সেখান থেকে চলে এসেছি।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #sikha chatterjee, #Durganagar

আরো দেখুন