রাজ্য বিভাগে ফিরে যান

লোকসভা নির্বাচনের আগেই গাজোলের প্রাক্তন বিধায়িকা BJP নেত্রী দীপালি বিশ্বাস দল ছেড়ে তৃণমূলে

March 19, 2024 | < 1 min read

BJP নেত্রী দীপালি বিশ্বাস

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আসন্ন লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) ঠিক আগেই মালদায় শক্তি বাড়ালো তৃণমূল কংগ্রেস। গাজোলের প্রাক্তন বিধায়িকা BJP নেত্রী দীপালি বিশ্বাস (Dipali Biswas) দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন।

দীপালি বিশ্বাস ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর প্রার্থী হিসাবে ২০১৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে গাজোল কেন্দ্রের প্রতিনিধি হিসাবে নির্বাচিত হন। ২০১৬ সালে, তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং ২০২০ সালে, তিনি ভারতীয় জনতা পার্টিতে (BJP) যোগ দেন করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#malda, #Gazole, #Dipali Biswas, #Lok Sabha Election 2024

আরো দেখুন