নয়া পালক বাংলার মুকুটে, GI Tag পেল বাংলার মসলিন

মোঘলদের পছন্দের ছিল মসলিন, তাঁরা বাংলার মসলিনকে মল মল বলে ডাকত।

March 20, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
GI Tag পেল বাংলার মসলিন

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বাংলার মুকুটে জুড়ে গেল আরও এক পালক। জিআই স্বত্ব পেল ‘বাংলার মসলিন’। রাজ্য প্রায় বছর পাঁচেক যাবৎ এই স্বীকৃতির জন্য লড়ছিল। সোমবার কেন্দ্রের জিআই কর্তৃপক্ষ মসলিনের জিআই প্রাপ্তির খবর জানিয়েছে। সূক্ষ্ম মসলিনের জন্য বাংলা জগৎ বিখ্যাত। ঐতিহ্যবাহী ‘বাংলার মসলিন’ ছিল রাজা-মহারাজাদের পছন্দের। ইংরেজ আমলে বাংলার বুক থেকে হারিয়ে যেতে আরম্ভ করে মসলিন। স্বাধীনতার পর ফের ঘুরে দাঁড়ায় মসলিন, ধীরে ধীরে বাংলার মসলিন নতুন মাত্রায় পৌঁছয়। এবার কেন্দ্রের থেকে জিআই স্বত্ব পেল ‘বাংলার মসলিন’।

মোঘলদের পছন্দের ছিল মসলিন, তাঁরা বাংলার মসলিনকে মল মল বলে ডাকত। মুর্শিদাবাদ, মালদহ, নদীয়া, বাঁকুড়া, বীরভূম, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম ও পূর্ব বর্ধমান আজকের বাংলার মসলিনের প্রধান উৎপাদন কেন্দ্র। বাংলার মসলিন এতটাই সূক্ষ্ম যে আংটির ভিতর দিয়েও গোটা কাপড় গলে যায়। ছোট্ট দেশলাই বাক্সেও তা রাখা যায়। রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের কথায়, বাংলার মসলিন জিআই স্বীকৃতি পাওয়ায় এর উৎপাদনকারীরা ও এই শিল্পের সঙ্গে যুক্ত অন্য ব্যক্তিরা উপকৃত হবেন। বাংলার খাদি এবং গ্রামীণ শিল্প পর্ষদ ২০১৯ সালে বাংলার মসলিনের জিআই স্বত্বের জন্য আবেদন করে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen