দেশ বিভাগে ফিরে যান

তিপ্রা মথার BJP সরকারে যোগ, ত্রিপুরায় প্রধান বিরোধী ফের বাম

March 21, 2024 | < 1 min read

তিপ্রা মথার BJP সরকারে যোগ, ত্রিপুরায় প্রধান বিরোধী ফের বাম

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ত্রিপুরায় বদলে গেল রাজনীতির অঙ্ক, অধুনা প্রধান বিরোধী দল তিপ্রা মথা যোগ দিয়েছে সরকারে। লোকসভা ভোটের আগে ত্রিপুরা বিধানসভায় প্রধান বিরোধী দল হল বামফ্রন্ট। ৬০ আসনের ত্রিপুরা বিধানসভায়, ২০২৩ সালে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়। ১৩ আসনে জিতেছিল তিপ্রা মথা। ফলে প্রদ্যোত কিশোর দেববর্মনের তিপ্রা মথাই প্রধান বিরোধী দলের মর্যাদা পায়। বিরোধী দলনেতা হন অনিমেষ দেববর্মা। ৭ মার্চ তিপ্রা মথা বিজেপি নেতৃত্বাধীন সরকারে যোগ দেয়। বিরোধী দলনেতা ও তিপ্রার এক বিধায়ক মন্ত্রী হন। ফলে বিধানসভায় প্রধান বিরোধী দল হল বামফ্রন্ট। বিরোধী দলনেতা হয়েছেন বামফ্রন্ট রাজ্য সম্পাদক তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী।

জিতেন্দ্র চৌধুরীর কথায়, এতদিন খাতায়-কলমে প্রধান বিরোধী দল ছিল তিপ্রা মথা। বিধানসভায় বিরোধী দলের দায়িত্ব পালন করেছে বামেরাই। ত্রিপুরায় বামফ্রন্টের দখলে রয়েছে ১০ আসন। ২০২৩-র নির্বাচনে ১১ টি আসনে জয়ী হয়েছিল বামফ্রন্ট। বক্সনগরে বিধায়কের প্রয়াণের পর উপনির্বাচনে বিজেপির দখলে যায় আসনটি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Left, #Tipra Motha, #opposition, #tripura, #bjp

আরো দেখুন