দেশ বিভাগে ফিরে যান

সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মোদী সরকার, সোশ্যাল মিডিয়ায় বিষয়বস্তু পর্যবেক্ষণের বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ

March 23, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোশ্যাল মিডিয়ায় বিষয়বস্তু পর্যবেক্ষণের জন্য ফ্যাক্ট চেকিং ইউনিট (এফসিইউ) গঠনে বুধবারই বিজ্ঞপ্তি জারি করেছিল কেন্দ্র। তার একদিন পরেই, বৃহস্পতিবার সেই বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।

পুরো বিষয়টি মতামত প্রকাশের স্বাধীনতার সঙ্গে জড়িত—এই যুক্তিতেই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ এই সিদ্ধান্ত নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় সরকার সম্পর্কে জাল, মিথ্যা বা বিভ্রান্তিকর বিষয়বস্তুকে চিহ্নিত করতেই সংশোধিত তথ্য প্রযুক্তি নিয়মের আওতায় এফসিইউ গঠনের উদ্যোগ নেয় মোদী সরকার (Modi Govt। প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) অধীনে এফসিইউ গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি হয়।

সরকারি এই পদক্ষেপের বিরুদ্ধে শুরু থেকেই সরব হয় এডিটর্স গিল্ড অব ইন্ডিয়া। অনলাইনে স্বাধীন বিষয়বস্তু প্রস্তুতকারীদের একাংশও তুমুল আপত্তি জানান। তাঁদের আশঙ্কা, সরকারি সংস্থার মাধ্যমে ফ্যাক্ট চেকিংয়ের নামে কেন্দ্র স্বাধীন মতামতে সেন্সরশিপ চালাবে। বিষয়বস্তু সরকারের বিরুদ্ধে গেলেই কন্ঠরোধ করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Supreme Court of India, #PIB, #IT Ministry, #Fact Check Unit, #fake News

আরো দেখুন