IPL24: উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারাল চেন্নাই সুপার কিংস

জয় দিয়ে শুরু করলেন নতুন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়।

March 23, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হার দিয়েই আইপিএল অভিযান শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।‌ শুক্রবার চিদম্বরম স্টেডিয়ামে আইপিএলের উদ্বোধনী ম্যাচে আরসিবি কে ৬ উইকেটে হারাল চেন্নাই সুপার কিংস। জয় দিয়ে শুরু করলেন নতুন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ফাফ ডু”প্লেসি। ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রান করে আরসিবি।
চেন্নাইয়ের হয়ে ৪ উইকেট নেন মুস্তাফিজুর রহমান। ৪১ রানে প্রথম উইকেট হারায় আরসিবি। ৩৫ রান করে আউট হন ফাফ ডু”প্লেসি।‌ কোহলি করেন ২১ রান। ৭৮ রানে ৫ উইকেট হারায় আরসিবি, এখান থেকে ৯৫ রানের পার্টনারশিপ গড়েন দীনেশ কার্তিক (৩৮) ও অনুজ রাওয়াত(৪৮) ।

১৫ রান করে আউট হন ঋতুরাজ। তবে অন্য প্রান্তে ঝড় তোলেন রচিন রবীন্দ্র। ৩টি ছয় এবং চারের সাহায্যে ১৫ বলে ৩৭ রান করে আউট হন। রবীন্দ্র জাদেজার সঙ্গে জুটি বেঁধে দলকে জয়ে পৌঁছে দেন। ২৮ বলে ৩৪ রানে অপরাজিত শিবম দুবে। ১৭ বলে ২৫ রানে অপরাজিত থাকেন জাদেজা। ৮ বল বাকি থাকতে ১৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়সূচক রানে পৌঁছে যায় চেন্নাই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen