ব্যাট হাতে দেব, বলে পা হিরণের! ঘাটাল বিজয়ে আত্মবিশ্বাসী ‘চ্যাম্প’

প্রচারের ময়দানে নেমে দেব জানিয়েছেন গতবারের তুলনায় এবার আরও বেশি মার্জিনের ভোটে জিতবেন তিনি। টলিউড সুপারস্টারের প্রচারে আত্মবিশ্বাস নজর কাড়ছে।

March 23, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ব্যাট হাতে দেব (বাম দিকে), বলে পা হিরণের (ডান দিকে)

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রুপোলি পর্দার দুই নায়ক এবার ঘাটালের ভোট ময়দানে মুখোমুখি। লোকসভা ভোটের ফলাফলের প্রশ্নে আত্মবিশ্বাসী ঘাটালের দু’ বারের তারকা সাংসদ দেব (Dev)। প্রচারের ময়দানে নেমে দেব জানিয়েছেন গতবারের তুলনায় এবার আরও বেশি মার্জিনের ভোটে জিতবেন তিনি। টলিউড সুপারস্টারের প্রচারে আত্মবিশ্বাস নজর কাড়ছে।

শনিবার প্রচারের ফাঁকে ক্রিকেট খেলতে দেখা গেল তারকা সাংসদকে। সাদামাটা পোশাকে ক্রিকেট খেললেন জোড়াফুল প্রার্থী। রীতিমতো উপভোগ করলেন। সুপারস্টারকে সামনে থেকে এমন খোশমেজাজে দেখে ঘাটালবাসীরা উচ্ছ্বসিত। ভোট প্রচারে নেমে তারকা দেব যেন বেশি করে ঘাটালের (Ghatal) ঘরের ছেলে হয়ে উঠেছেন। দেবকে ঘিরে এক এক জায়গায় জনসমুদ্র তৈরি হচ্ছে। আট থেকে আশির মন জয় করে চলছেন অভিনেতা।

বিজেপির প্রার্থী তারকা-বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ও (Hiranmoy Chatterjee) প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছেন। হিরণ খেললেন ফুটবল। তবে তিনি এখন অভিনয় জগৎ থেকে বহু দূরে। কিন্তু তৃণমূল তারকা প্রতিপক্ষের সামনে লড়াইয়ে প্রচারের ময়দানে অনেকটাই ফিকে দেখাচ্ছে তাঁকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen