IPL2024: সঞ্জু স্যামসনের জয়পুরের কাছে হেরে গেল কে এল রাহুলের লখনৌ
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: রবিবার জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল লখনৌ সুপার জায়েন্টস ও রাজস্থান রয়্যালস। এই ম্যাচটি কেএল রাহুল বনাম সঞ্জু স্যামসনের লড়াইয়ের। রাহুলের ছিল প্রত্য়াবর্তনের লড়াই। আর সঞ্জুর ছিল নিজের যোগ্যতা প্রমাণের যুদ্ধ। এই দুই তারকারই আসল লক্ষ্য কিন্তু, আইপিএলে ভালো খেলে দলকে ফাইনালে তোলা, সেই সঙ্গে টি২০ বিশ্বকাপের দলে জায়গা পাকা করা। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই দুই দলের অধিনায়ক কিন্তু ডিস্টিংশন মার্কস নিয়েই পাস করলেন, তবে দলকে ২০ রানে জেতাতে প্রধান ভূমিকা নিয়ে, রাহুলের চেয়ে এদিনের লড়াইয়ে কিছুটা এগিয়ে থাকলেন সঞ্জু।
টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। ৪ উইকেট হারিয়ে ১৯৩ রান করে রাজস্থান। রাহুলের লখনৌ সুপার জায়েন্টস ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে করে ১৭৩ রান।
সঞ্জু স্যামসন মাত্র ৫২ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন। মারেন তিনটে চার ও ছটা ছয়। এদিন রাহুল নিজেকে প্রমাণ করতে প্রথমে উইকেটকিপিং করেন। যে ভূমিকায় তিনি নজর কাড়েন। এর পরে ব্যাট হাতেও হাফসেঞ্চুরি হাঁকান। ৪৪ বল খেলে করেন ৫৮ রান।