← রাজ্য বিভাগে ফিরে যান
আজ দোলের দিন কেমন থাকবে বঙ্গের আবহাওয়া? রইলো UPDATE
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দোল ও হোলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা। দিন ও রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে। আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে। আজ, সোমবার দার্জিলিং এবং কালিম্পং-এর পার্বত্য এলাকা এবং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের সমতল এলাকাতেও দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা।। আগামিকাল, মঙ্গলবার দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৭ থেকে ৯০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।