JNU-তে লাল ঝড়! সহ-সভাপতি পদে জয় বাংলার অভিজিতের, দাগ কাটতে ব্যর্থ ABVP
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে অক্ষত থাকল বামেদের দাপট। কোনওরকম দাগ কাটতেই পারল না অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। ছাত্র সংসদের প্রধান চারটি পদের চারটিতেই বাম ছাত্র মোর্চার প্রার্থীরা জয়ী হয়েছে। সহ-সভাপতি পদে জিতেছেন বাংলার ছেলে অভিজিৎ ঘোষ।
গত শুক্রবার ভোট গ্রহণ হয়েছিল। রবিবার ভোটগণনা হল। সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক পদে প্রথম থেকেই এগিয়ে থেকে জয়ী হলেন বাম ছাত্র মোর্চার প্রার্থীরা। যুগ্ম সম্পাদক পদে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রার্থীর সঙ্গে বাম ছাত্র মোর্চার প্রার্থীর জোর টক্কর চললেও শেষ অবধি বাম প্রার্থীই জয়ী হন।
বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে এবার সহ-সভাপতি পদে জিতলেন শিলিগুড়ির ছেলে অভিজিৎ। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন মহাবিদ্যালয়ের থেকে অর্থনীতি স্নাতক হওয়ার পর অভিজিৎ ২০২০ সালে স্নাতকোত্তরের জন্য জেএনইউতে ভর্তি হন। বর্তমানে তিনি পিএইচডি দ্বিতীয় বর্ষের গবেষক।
সভাপতি পদে বাম ছাত্র মোর্চার প্রার্থী ধনঞ্জয় ৯২২টি ভোটে জয়ী হয়েছেন। ধনঞ্জয়ের প্রাপ্য ভোট ২৫৯৮। ওই পদে এবিভিপির প্রার্থী উমেশ চন্দ্র আজমিরা পেয়েছেন ১৬৭৬টি ভোট। সহ-সভাপতি পদে বাম ছাত্র মোর্চার প্রার্থী অভিজিৎ ঘোষ ৯২৭ ভোটে জয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদের বাম সমর্থিত প্রার্থী প্রিয়ংশী আর্য ৯২৬ ভোটে জিতেছেন। যুগ্ম সম্পাদক পদে বাম সমর্থিত প্রার্থী মহম্মদ সাজিদ জয়ী হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ২৫৭৪টি। তাঁর বিরুদ্ধে এবিভিপির প্রার্থী গোবিন্দ ডাঙ্গি পেয়েছেন ২০৬৬টি ভোট। সাজিদ ৫০৮ ভোটে জয়ী হয়েছেন।
উল্লেখ্য, সাড়ে চার বছর আগে (২০১৯, সেপ্টেম্বর) জেএনইউয়ের শেষ নির্বাচনেও নিরঙ্কুশ জয় পেয়েছিল বাম। সভাপতি নির্বাচনে জয়ী হয়েছিলেন এসএফআইয়ের ঐশী ঘোষ। ছাত্র সংসদের চারটি পদেই জয়ী হয়েছিলেন বাম মোর্চার প্রার্থীরা। সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছিলেন এআইএসএ-র সতীশ চন্দ্র যাদব। যুগ্ম সম্পাদক পদে জিতেছিলেন এআইএসএফ মহম্মদ দানিশ। ২০১৬ সালেও চার পদে জয়ী হয়েছিলেন বাম প্রার্থীরা।