গ্রেপ্তারির ভয়ে ক্ষমাপ্রার্থী বাংলাপক্ষের গর্গ, সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপ
বেশ কয়েক বছর ধরেই গজিয়ে উঠেছে বাংলাপক্ষ নামক এক তথাকথিত বাঙালী জাতীয়তাবাদী সংগঠন। সময়ের সঙ্গে সঙ্গে এই সংগঠনের প্রধান মুখ হয়ে উঠেছেন গর্গ চট্টোপাধ্যায়।
তিনি ও তাঁর সংগঠনের সমর্থকরা প্রায়শই বিভিন্ন অবাঙালী জাতিকে আক্রমণ করে থাকেন সোশ্যাল মিডিয়ায় এবং টিভির শোতে। কিছুদিন আগে অসমে অহম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট চাউলুং চুকাফাকে ‘চিনা হানাদার’ বলে উল্লেখ করে একাধিক টুইট করেন গর্গ।
অহম সম্প্রদায়ের বিরুদ্ধে এই আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করার নির্দেশ দেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। গর্গকে গ্রেফতার করতে কলকাতার এসেওছিল অসম পুলিশের তিন সদস্য়ের একটি দল।
অহম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর ২ ডিসেম্বর চুকাফ দিবস বা অসম দিবস পালিত হয়। সেই অনুষ্ঠান নিয়ে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দের বিরুদ্ধে টুইটারে তোপ দাগেন গর্গ চট্টোপাধ্যায়। যদিও, বিতর্কের জেরে পরে ওই টুইটগুলি তিনি মুছে দেন। কিন্তু, তাতেও বিতর্ক থামেনি অসমে।
এরপরেই গ্রেপ্তারির ভয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চান গর্গ। তিনি একটি ভিডিও পোস্ট করে বলেন, আমি অসমের জনগণ, তাই অহম সম্প্রদায় এবং অসমের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি। আমার মন্তব্যের জেরে কারও অনুভূতিতে আঘাত লেগে থাকলে তা সম্পূর্ণ অনভিপ্রেত।”
এরপরই গর্গকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল ওঠে। অনেকে তাকে বাংলার ‘সাভারকার’ বলে অভিহিত করেন। কেউ কেউ ‘বাংলার বাঘ’ বলে ব্যাঙ্গও করেছেন।