আবহাওয়া বদলে পাল্লা দিচ্ছে ভাইরাল সংক্রমণ, কী বলছেন চিকিৎসকরা?

রোদ, বৃষ্টি আর তাপমাত্রার অদল-বদলের সঙ্গে পাল্লা দিয়ে ভাইরাল সংক্রমণ বেড়েই যাচ্ছে রাজ্যে

March 27, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: Shutterstock

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রোদ, বৃষ্টি আর তাপমাত্রার অদল-বদলের সঙ্গে পাল্লা দিয়ে ভাইরাল সংক্রমণ বেড়েই যাচ্ছে রাজ্যে। আট থেকে আশি, কেউই রেহাই পাচ্ছেন না। জ্বর, গা-হাত-পা ব্যথা, ম্যাজমেজে ভাব, খিদেয় অনীহার মতো উপসর্গ দেখা যাচ্ছে। বাড়ির কারও হলে নিমেষেই তা বাকিদের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। জ্বর কমলেও দুর্বলতা ও অরুচি থাকছে। কিছু কিছু ক্ষেত্রে ডেঙ্গুর সমস্যাও দেখা যাচ্ছে। পুরোদস্তুর গরমের আগেই রাজ্যজুড়ে প্রায় সাড়ে পাঁচশোর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন ডেঙ্গুতে। উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বাঁকুড়া, মালদহ ও কলকাতায় আক্রান্তের সংখ্যা বেশি।

চিকিৎসকরা বলছেন, খুব কম বয়সী এবং বেশি বয়সীদের সাবধানে থাকতে হবে। ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসের দাপট চলছে। বেশি বয়সীরা অনেকেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পড়ছেন। কম বয়সীদের ক্ষেত্রে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ঘটনা ততটা না হলেও, এক থেকে দু’সপ্তাহ জ্বরের সঙ্গে কাশি ও গলাব্যথা থাকছে। চিকিৎসকদের মতে, হঠাৎ করেই অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইটের বেশি থাকলে ৫ ঘণ্টা অন্তর প্যারাসিটামল খাওয়া যেতে পারে। প্রচুর পরিমাণে জল, ডাবের জল, রসাল ফল ও হালকা খাওয়া-দাওয়া করতে হবে। পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, গতবছরের তুলনায় এবছর ভাইরাল ইনফেকশনের দাপট বেশি। ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসে সংক্রামিত হচ্ছেন বহু মানুষ। শিশুরোগ বিশেষজ্ঞদের কথায়, ঠান্ডা-গরমের জন্য বাচ্চারা ভুগছে। তিন থেকে পাঁচদিন ১০২ থেকে ১০৩ ডিগ্রি জ্বর থাকছে অনেকের। জ্বর কমলেও শরীর দুর্বল থাকছে। ওষুধপত্র গ্রহণের পাশাপাশি, পর্যাপ্ত জল পানের উপরও জোর দিচ্ছেন চিকিৎসকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen