রাজ্য বিভাগে ফিরে যান

কৃষ্ণনগরের পর বহরমপুর, কবে ইউসুফ পাঠানের প্রচারে মমতা?

March 27, 2024 | < 1 min read

কবে ইউসুফ পাঠানের প্রচারে মমতা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কৃষ্ণনগরের পর বহরমপুর, ক্রিকেটার তথা বহরমপুরের জোড়াফুল প্রার্থী ইউসুফ পাঠানের হয়ে প্রচারে নামবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগর থেকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩১ মার্চ কৃষ্ণনগরের ধুবুলিয়াতে প্রথম সভা করবেন তিনি।
তারপরই ইউসুফ পাঠানের হয়ে তিনি সভা করবেন বহরমপুরে।

আগামী ১ এপ্রিল বহরমপুরে তৃণমূলের সভা হবে। বহরমপুর স্টেডিয়ামে সভা করবেন তৃণমূল সুপ্রিমো। ব্রিগেডের মঞ্চ থেকে সকলকে চমকে দিয়ে বহরমপুর আসনে প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটারকে প্রার্থী করে তৃণমূল। তৃণমূল তাঁকে প্রার্থী করার পর থেকেই বহরমপুর লোকসভা কেন্দ্র রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্র বিন্দুতে চলে এসেছে। বিগত কয়েকদিন ধরে বহরমপুর লোকসভায় জোরকদমে প্রচার চালাচ্ছেন ইউসুফ পাঠান।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #Baharampur, #Loksabha Election 2024, #Yusuf Pathan, #Mamata Banerjee

আরো দেখুন