কলকাতা বিভাগে ফিরে যান

বাঙালির দৌড় মৃণাল সেনের সিনেমা পর্যন্তই! বঙ্গসন্তানদের কটাক্ষ মোদীর উপদেষ্টার, কী বললেন কুণাল

March 29, 2024 | < 1 min read

সঞ্জীব সান্যাল ও কুণাল ঘোষ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মৃণাল সেনের সিনেমা পর্যন্তই দৌড় বাঙালিদের, জীবনে বড় কিছু করার কোনও ইচ্ছা নেই; কার্যত এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মোদীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের সদস্য তথা অর্থনীতিবিদ সঞ্জীব সান্যাল। তাঁর দাবি, কলকাতার দুর্দশার মূলে আছেন সাধারণ মানুষ। তাঁরা সিগারেট ফুঁকে, মদ খেয়ে নিজেদের ‘আঁতেল’ ভাবেন। কিন্তু দিনের শেষে দৈন্যতায় ডুবে রয়েছে বাঙালিরা। তাঁকে পাল্টা আক্রমণে বিদ্ধ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কুণালের প্রশ্ন, কে সঞ্জীব সান্যাল? বাঙালির ইতিহাস, বাঙালির ঐতিহ্য স্মরণ করিয়ে দিয়ে কুণাল বলেন, বাংলা আজ যা ভাবে, ভারতবর্ষ কাল তাই ভাবে।

কুণাল আরও বলেন, প্রত্যেকটি ক্ষেত্রে সঙ্গীত, শিক্ষা-সংস্কৃতি-সাহিত্য, চিকিৎসা, বিজ্ঞান, গবেষণা, অর্থনীতি, সব জায়গায় ভারতের সেরা বাংলা থেকে বাঙালিরা। বাংলার সমস্ত স্কিমগুলো আজ অন্য রাজ্য নকল করছে। এরপরই আক্রমণ শানিয়ে তিনি প্রশ্ন করেন, উচ্চাশা কাকে দেখাচ্ছেন সঞ্জীব বাবু? (Sanjib Sanyal) প্রধানমন্ত্রীর সঙ্গে ঘুরঘুর করেন বলে? জমিদারদের নায়েবগিরি করতে গিয়ে নিজের বাঙালি সত্তাটাকেই হারিয়েছেন?

কুণাল (Kunal Ghosh) তাঁকে বাংলায় আসার আহ্বান জানিয়ে বলেন, ঘুরিয়ে দেখিয়ে দেব বাংলার মাটিতে যা আছে সেগুলো বাংলা এবং বাঙালির। সবেতেই সেরা বাঙালি। ভুল করেও বাঙালিকে অপমান করবেন না। বহিরাগত জমিদারদের দালালি করছেন করুন। কিন্তু বাংলাকে অপমান করার কোনও অধিকার আপনার নেই।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জওহর সরকার বলেন, প্রধানমন্ত্রীর ‘বাঙালি’ অর্থনৈতিক উপদেষ্টা সারা জীবন দিল্লি আর বিদেশেই থেকেছেন। বাংলা অক্ষরও জানে না। সঞ্জীবকে বাংলার মীরজাফর বলে কটাক্ষ করেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #tmc, #Kunal Ghosh, #Sanjib Sanyal, #Modi's advisor

আরো দেখুন