ঢাকুরিয়া ব্রিজ অবরোধ করে বিক্ষোভ বিজেপি’র, যানজটে আটকে ক্ষোভে ফেটে পড়েন নিত্যযাত্রীরা

ঢাকুরিয়া অঞ্চলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ব্যস্ত সময়ে শহরের গুরুত্বপূর্ণ এই পথ অবরুদ্ধ হয়ে পড়ায় ক্ষোভে ফেটে পড়েন নিত্যযাত্রীরা।

March 30, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ঢাকুরিয়া ব্রিজ অবরোধ করে বিক্ষোভ বিজেপি’র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুক্রবার সন্ধ্যায় বিজেপির অবরোধ ঘিরে উত্তাল দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া এলাকা। দলীয় কর্মীদের গ্রেপ্তারির প্রতিবাদে ঢাকুরিয়া ব্রিজ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি (BJP)। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর (Debasree Chaudhuri) নেতৃত্ব প্রতিবাদে নামে গেরুয়া শিবির। রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি নেত্রী। যার জেরে ঢাকুরিয়া অঞ্চলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ব্যস্ত সময়ে শহরের গুরুত্বপূর্ণ এই পথ অবরুদ্ধ হয়ে পড়ায় ক্ষোভে ফেটে পড়েন নিত্যযাত্রীরা।

দিন রাত সাড়ে ৯ টা নাগাদ দেবশ্রী সহ বাকি বেশ কয়েকজন অবরোধকারীদের গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ। সেখান থেকে তাঁদের নিয়ে যাওয়া হয় লালবাজারে। যানজট কমানোর জন্য একটি লেনের রাস্তা খুলে দেওয়া হয়। ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen