রবিবার দিল্লিতে INDIA জোটের মহামিছিল, থাকবেন তৃণমূলের দুই সাংসদ

এই সমাবেশের নাম দেওয়া হয়েছে, রিমুভ ডিক্টেটরশিপ, সেভ ডেমোক্র্যাসি অর্থাৎ তানাশাহি হটাও, গণতন্ত্র বাঁচাও।

March 30, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
রবিবার দিল্লিতে INDIA জোটের মহামিছিল, থাকবেন তৃণমূলের দুই সাংসদ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লোকসভা নির্বাচনের আগে মোদী বিরোধী প্রচারকে আরও জোরালো করতে দিল্লির বুকে রবিবার বিশাল মিছিল করতে চলেছে ইন্ডিয়া জোট (INDIA alliance)। জোটের ১৩টি দলের নেতা নেত্রীরা এই মিছিলে যোগ দেবেন। এই সমাবেশের নাম দেওয়া হয়েছে, রিমুভ ডিক্টেটরশিপ, সেভ ডেমোক্র্যাসি অর্থাৎ তানাশাহি হটাও, গণতন্ত্র বাঁচাও।

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দুই সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien) এবং সাগরিকা ঘোষ (Sagarika Ghose) এই মিছিলে অংশ নেবেন। কথা চলছে অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়ালের সঙ্গেও। কারণ, দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারির প্রতিবাদে এই সমাবেশের ডাক দিয়েছে ইন্ডিয়া জোট। কিন্তু, প্রথমে পুলিশ তা নাকচ করে দেয়। শুক্রবার নির্বাচন কমিশনের নির্দেশে পুলিশ অনুমতি দিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen