টলিউডে ধরাশায়ী বিজেপি – আর্টিস্ট ফোরাম নির্বাচনে শূন্য গেরুয়া শিবির

রবিবার দক্ষিণ কলকাতার এক স্কুলে ভোটগ্রহণকে কেন্দ্র করে উত্তেজনা ছিল চরমে। ফোরামের ৩৫০০ সদস্যের মধ্যে ভোটদেন ২৫০০ জন। রবিবার ছিল আর্টিস্ট ফোরামের বার্ষিক সাধারণ সভাও। ১০ টা থেকে ১২টা পর্যন্ত সেই সভার পর শুরু হয় ভোটদা

February 11, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

শঙ্কুদেব পান্ডার দায়িত্বে টলিপাড়ার চেনা মুখ এবং কলাকুশলীরা সরাসরি নিজেদের শিবিরে আনার প্রক্রিয়া শুরু করে দিলীপ ঘোষেরা। যার জেরে বাংলা দেখেছে, কয়েক দফায় দিল্লি এবং কলকাতায় বড় ও ছোট পর্দার বেশ কিছু মুখ সাড়ম্বরে যোগ দিয়েছেন বিজেপিতে। তৈরি হয়েছে নয় নয় করে দুটি বিজেপি সমর্থিত কলাকুশলীদের সংগঠন।

এই প্রেক্ষাপটেই ২০২০-র আর্টিস্ট ফোরামের নির্বাচন অনুষ্ঠিত হল। স্বভাবতই আগ্রহ ছিল তুঙ্গে। উত্তেজনাও। নজিরবিহীন ভাবে এবছর আর্টিস্ট ফোরামের বিভিন্ন পদের জন্য ৩৭ জন মনোনয়ন জমা দেন। যার মধ্যে বিজেপিঘনিষ্ঠ বহু মুখই ছিলেন। টানটান উত্তেজনায় ভোটগ্রহণ পর্ব শেষে যখন ফলাফল বেরলো তখন অবশ্য দেখা গেল কিছু ভোট পেলেও গেরুয়া শিবির কোনও ইতিবাচক প্রভাবই ফেলতে পারেনি আর্টিস্ট ফোরামের নির্বাচনে। অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, অঞ্জনা বসু, কৌশিক চক্রবর্তী, লামা বা রূপা ভট্টাচার্য…বিজেপিতে যোগ দেওয়া ছোটপর্দার বড়মুখেরা সকলেই হেরেছেন।লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি ১৮টি আসন জিতে রীতিমতো জাঁকিয়ে বসতেই পালাবদলের খেলা শুরু হয় টলিউডেও। যে টলিউডে বিগত বেশ কয়েক বছর শাসকদল ঘনিষ্ঠরাই ছিলেন শেষ কথা, সেখানে সিঁদ কাটতে শুরু করে গেরুয়া শিবির। 

রবিবার দক্ষিণ কলকাতার এক স্কুলে ভোটগ্রহণকে কেন্দ্র করে উত্তেজনা ছিল চরমে। ফোরামের ৩৫০০ সদস্যের মধ্যে ভোটদেন ২৫০০ জন। রবিবার ছিল আর্টিস্ট ফোরামের বার্ষিক সাধারণ সভাও। ১০ টা থেকে ১২টা পর্যন্ত সেই সভার পর শুরু হয় ভোটদান। তা চলে বিকেল ৫টা পর্যন্ত। সন্ধে ৬টা থেকেই শুরু হয় গননা। গননার পর আর্টিস্ট ফোরামের কার্যকরী সভাপতি নির্বাচিত হলেন শঙ্কর চক্রবর্তী। এছাড়াও সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এর আগে দুবছর কার্যকরী সভাপতির পদে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সম্প্রতি ইস্তফা দেন তিনি। 

এছাড়াও আর্টিস্ট ফোরামের নির্বাচিত বাকি সদস্যেরা হলেন

সহ-সভাপতির পদে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন জিৎ। এরপরই আছেন পরাণ বন্দ্যোপাধ্যায় এবং সোহম চক্রবর্তী।

সাধারণ সম্পাদক-অরিন্দম গাঙ্গুলি

যুগ্ম সম্পাদক- শান্তিলাল মুখোপাধ্যায়, সপ্তর্ষি রায়

সহ-সম্পাদক- দেবদূত ঘোষ, রানা মিত্র

এছাড়াও কার্যকরী সমিতির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কুশল চক্রবর্তী, জুন মালিয়া, সাগ্নিক, দিগন্ত বাগচি এবং সোনালী চৌধুরী।

টলিউডের অন্দরেও রাজনৈতিক ভাগাভাগি বেশ কিছুদিন ধরেই স্পষ্ট। দুই দিকে ভাগ হয়ে গিয়েছে টলি শিবির। ফোরামের এই নির্বাচন পুরোপুরি অরাজনৈতিক হলেও বিজেপি ঘনিষ্ঠ যে সব তারকা প্রার্থীরা মনোনয়ন পেয়েছিলেন তাঁরা সকলেই বড় ব্যবধানে হেরে গিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen