উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয় প্রসঙ্গে বিজেপি’র মসকরা নিয়ে তোপ দাগলেন অভিষেক
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কয়েক মিনিটের ঝড়ের অভিঘাত কতটা সাংঘাতিক! সেটা রবিবার টের পেল জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি-সহ বিভিন্ন এলাকা। পাঁচ জনের মৃত্যু, কয়েকশো জখম, তাঁদের মধ্যে অনেকে আশঙ্কাজনক।
উত্তরবঙ্গ নিয়ে বেজায় উদ্বিগ্ন সকলে। কারণ প্রথম দফায় নির্বাচন হতে চলেছে উত্তরবঙ্গের তিন জেলায়। তার আগে উত্তরবঙ্গে ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় আছড়ে পড়েছে। তাই আজ, সেখানে ছুটে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
উত্তরবঙ্গে পৌঁছেই বিজেপিকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাছাকাছি থেকেও কেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) রবিবার রাতেই বিপর্যস্ত জলপাইগুড়ির পরিস্থিতি পরিদর্শনে এলেন না, সেই প্রশ্নও তুলেছেন তিনি।
এই প্রাকৃতিক দুর্যোগ নিয়েও মজা করেছেন বিজেপি (BJP) প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আর তা নিয়ে বাগডোগরা বিমানবন্দরে নেমে অভিষেক সুর চড়িয়ে বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ কারও হাতে থাকে না। ব্যাপক ক্ষতি হয়েছে এখানে। মুখ্যমন্ত্রী রাতেই এখানে পৌঁছন। অতন্দ্র প্রহরীর মতো তিনি পাশে ছিলেন মানুষের। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ২০১৯ সালে বিজেপি জিতেছিল। সাংসদ ছিল বিজেপির। তাঁরা মানুষের পাশে কোনও দিন থাকেনি। যাঁরা এসব নিয়ে ব্যঙ্গ করছে তাঁদের প্রকৃত চেহারা মানুষের সামনে খুলে গিয়েছে। বিজেপির ঝড় চলছে বলছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’