← রাজ্য বিভাগে ফিরে যান
Weather Update: এপ্রিলের শুরুতে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি:আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামীদিনে আরও বাড়বে তাপমাত্রা দক্ষিণবঙ্গে। ওদিকে উত্তরবঙ্গে আবারও ঝড়বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস।
পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রয়েছে। সঙ্গে বইবে লু। রাজ্য জুড়ে হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।