দেশ বিভাগে ফিরে যান

ব্যাঙ্কিং নিয়ে গবেষণা চালাবেই মোদী সরকার! কী অপেক্ষা করছে আম জনতার জন্য?

April 2, 2024 | < 1 min read

ব্যাঙ্কিং নিয়ে গবেষণা চালাবেই মোদী সরকার!

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: নোটবাতিল, পুরনো নোট পাল্টানো, নিজের চালু করা ২ হাজার টাকার নোট নিজেই বাতিল করা, ২৭ থেকে সরকারি ব্যাঙ্কের সংখ্যা কমাতে কমাতে ১২-তে নিয়ে আসা, ব্যাঙ্কিং নিয়ে একের পর এক পরীক্ষা করেছেন মোদী। কিন্তু থামার নাম নেই। নিজেই ইঙ্গিত দিয়েছেন পরীক্ষা চলবেই। সোমবার রিজার্ভ ব্যাঙ্কের ৯০তম বর্ষপূর্তি অনুষ্ঠানে নরেন্দ্র মোদী নিজেই এই ইঙ্গিত দিয়েছেন। তাঁর কথায়, বিগত ১০ বছরে যা হয়েছে, সেগুলি ট্রেলার। আগামীতে আরও অনেক বড় বড় সিদ্ধান্ত আসতে চলেছে। এমন মন্তব্য ঘিরে জল্পনা শুরু হয়েছে।

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস ও অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের উপস্থিতিতে রিজার্ভ ব্যাঙ্কের কর্মী-অফিসারদের মোদী বলেছেন, তিনি আগামী ১০০ দিন ভোটের কাজে ব্যস্ত থাকবেন। তাঁরা যেন তার মধ্যেই নতুন নীতি নিয়ে চিন্তাভাবনা এবং পরিকল্পনা করে রাখেন। শপথ নেওয়ার দু’দিনের মধ্যেই কিন্তু কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। নতুন একঝাঁক কাজ আসতে চলেছে। তাই এখন থেকে তৈরি থাকার নিদান দিয়েছেন মোদী। ফের আম জনতার জন্য কী অপেক্ষা করছে, তা ভেবেই শঙ্কিত দেশবাসী।

TwitterFacebookWhatsAppEmailShare

#modi govt, #baking sector, #India, #Economy, #Banking

আরো দেখুন