← দেশ বিভাগে ফিরে যান
অবশেষে জামিন পেলেন AAP সাংসদ সঞ্জয় সিংহ
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: অবশেষে জামিন পেলেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংহ। সুপ্রিম কোর্টের তিন বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি পিবি ভারালের বেঞ্চ এই মামলার শুনানি করেন। বেঞ্চের তরফে ইডিকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করা হয়, কেন এখনও সঞ্জয় সিংকে জেলা রাখার প্রয়োজন? তখন সঞ্জয় সিংয়ের আইনজীবী আদালতকে জানান, অর্থ পাচারের বিষয়টি নিশ্চিত করা যায়নি। তারপরও ৬ মাস ধরে জেলে রয়েছেন সাংসদ।
সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, সঞ্জয় সিংয়ের কাছ থেকে কোনও টাকা উদ্ধার হয়নি। তাঁর বিরুদ্ধে ২ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগেরও তদন্ত করা যেতে পারে। এডির পক্ষ থেকে এই জামিনের বিরুদ্ধে আর আবেদন করা হয়নি।