TMC কর্মী-সমর্থকদের নাগরিকত্ব না দেওয়ার হুমকি শান্তনু ঠাকুরের, দেখুন ভিডিও

পালটা তৃণমূলের তরফে দাবি করা হয়, ‘CAAর ভাঁওতা উদ্বাস্তুরা বুঝতে পেরেছেন।

April 3, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
TMC কর্মী-সমর্থকদের নাগরিকত্ব না দেওয়ার হুমকি শান্তনু ঠাকুরের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর (Santanu Thakur) তৃণমূল কর্মী-সমর্থকদের নারিকত্ব না দেওয়ার হুমকি দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে- ‘একটা টিএমসি’র লোককেও আমরা নাগরিকত্ব দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায় তোদের….।’

দেখুন ভিডিও

এদিকে বনগাঁ লোকসভা কেন্দ্রে ভোটপ্রচারে বেরিয়ে শান্তনু ঠাকুর বলেন, ‘আপনারা নাগরিকত্বের জন্য আবেদন করুন। সেলফ ভেরিফিকেশন করে আবেদন করুন। ডিজিটাল ভেরিফিকেশনের সময় আমরা দেখে নেব। মনে রাখবেন, এটা নাগরিকত্ব দেওয়ার আইন কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়।’

পালটা তৃণমূলের তরফে দাবি করা হয়, ‘CAAর ভাঁওতা উদ্বাস্তুরা বুঝতে পেরেছেন। তাই এখনও কেউ আবেদন করেননি। সেই জন্যই শান্তনু ঠাকুরকে আবেদন করতে আবেদন জানাতে হচ্ছে। উনি নাগরিক না হলে সাংসদ ও মন্ত্রী হলেন কী করে? সেটা আগে জানান।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen