রাজ্য বিভাগে ফিরে যান

ভোট বৈতরণী পার হতে ‘ট্রেন’ই ভরসা সুকান্তর! আজ জমা দিলেন মনোনয়ন

April 3, 2024 | < 1 min read

সুকান্ত মজুমদার মনোনয়ন আজ জমা দিলেন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চলতি বছরের প্রথম দিনেই বালুরঘাট রেল স্টেশন থেকে পথচলা শুরু হয়েছে বালুরঘাট – শিয়ালদা নয়া ট্রেনের। নতুন সেই ট্রেনের ভার্চুয়াল উদ্বোধন করেন রেলমন্ত্রী। আর বালুরঘাট থেকে সবুজ পতাকা নেড়ে উদ্বোধন করতে দেখা গিয়েছিল সুকান্ত মজুমদারকে। নতুন সেই ট্রেন পেয়ে খুশির হাওয়া বয়ে যায় দক্ষিণ দিনাজপুর জেলার মানুষের মধ্যে। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন নতুন ট্রেন বালুরঘাটের মধ্যে সুকান্তর জনপ্রিয়তা আরও খানিকটা বাড়িয়ে দিয়েছে। আর এবার সুকান্তর মনোনয়নেও সেই ‘ট্রেন’ই ভরসা।

এই নির্বাচনে বালুরঘাট (Balurghat) লোকসভা কেন্দ্র থেকে ফের একবার সুকান্ত মজুমদারকে টিকিট দিয়েছে বিজেপি (BJP)। আজ বুধবার মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এই উপলক্ষে তৈরি হয়েছে বিশেষ এক ‘ট্রেন’। ট্রাক্টর ও ট্রলিকে রেলের ইঞ্জিন এবং বগি বানিয়ে তা সামনে রেখে পুরো শহরে র‌্যালি করে মনোনয়ন জমা দেন সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গে মিছিলে হাঁটলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।

TwitterFacebookWhatsAppEmailShare

#nomination, #bjp, #balurghat, #Sukanta Majumdar, #Loksabha Election 2024

আরো দেখুন