লোকসভা নির্বাচনে তৃণমূলের ‘থিম সং’ কেমন হল, শুনে নিন
এবারের লোকসভা নির্বাচনের প্রচারে আরও একটি থিম সং নিয়ে এল তৃণমূল।
April 3, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২৪-এর লোকসভা নির্বাচন উপলক্ষে তৃণমূল কংগ্রেসের (TMC) প্রাচারের গান প্রকাশ পেল। দু’বছর হয়ে গেল খেলা হবে স্লোগানের। ২০২১ সালের বিধানসভা ভোটের আসরে এই একটা স্লোগান নজর কেড়েছিল গোটা দেশের৷ বাংলার গন্ডি পেরিয়ে গোটা দেশে বিভিন্ন রাজনৈতিক দল এই মুহূর্তে খেলা হবে স্লোগানকে ব্যবহার করছে। তবে এবারের লোকসভা নির্বাচনের (Lok Sabha election) প্রচারে আরও একটি থিম সং নিয়ে এল তৃণমূল। কেমন হল এবারের ‘থিম সং’ (Theme Song) শুনে নিন-