রাজ্য বিভাগে ফিরে যান

উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দিতে চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি লিখল রাজ্য

April 5, 2024 | < 1 min read

উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দিতে চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি লিখল রাজ্য

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গত রবিবার মাত্র কয়েক মিনিটের ঝড়েই তছনছ হয়ে গেল জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি-সহ বিভিন্ন এলাকা। পাঁচ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েকশো মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু এলাকা। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে রবিবার রাতেই উত্তরবঙ্গে পাড়ি দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাতেই হাসপাতালে গিয়ে আহতদের দেখার পাশাপাশি মৃতদের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি।

এবার ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দিতে চেয়ে জাতীয় নির্বাচন কমিশনকে (Election Commission of India) চিঠি লিখলেন রাজ্যের মুখ্যসচিব।এখনও পর্যন্ত শুধুমাত্র জলপাইগুড়ির গ্রামেই প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বিদ্যুৎ দফতরের। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৫০০ বাড়ি। বাড়ি তৈরির ক্ষতিপূরণ, মৃত ও আহতদের ক্ষতিপূরণ দিতে চেয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিল নবান্ন। কমিশন থেকে অনুমতি এলেই ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#North Bengal Disaster, #West Bengal, #Nabanna, #jalpaiguri, #Election Commission of India

আরো দেখুন