কোথায় কোন ফুল ফুটবে? ভোটের ফল নিয়ে তরজা কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায়

ভোটের বাজারে ক্রেতাদের সঙ্গে সম্পর্ক স্থাপনের নয়া মাধ্যম হিসেবে ভোটকে হাতিয়ার করছেন ব্যবসায়ীরা।

April 5, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ভোটের ফল নিয়ে তরজা কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায়

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: শহরজুড়ে ভোটের মরশুম, দিকে দিকে তর্ক-তরজার ঝড় উঠছে। কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় আমজনতার মুখে এখন কেবল ভোটের বিশ্লেষণ। ব্যবসা কার্যত শিকেয় ওঠার জোগাড় ব্যবসায়ীদের। ভোটের কথা শুনতে শুনতেই দিন কাভার হয়ে যাচ্ছে। কেউ কেউ কাউন্টারে ঝুলিয়ে রেখেছেন নিজের হিসেব কষা এক্সিট পোল। তবে তা নিয়েও বিতর্ক কম হচ্ছে। ভোটের বাজারে ক্রেতাদের সঙ্গে সম্পর্ক স্থাপনের নয়া মাধ্যম হিসেবে ভোটকে হাতিয়ার করছেন ব্যবসায়ীরা। মত বিনিময়ের মাধ্যমে ক্রেতা-বিক্রেতার সম্পর্ক আরও গভীর হচ্ছে।

ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরই সব রাজনৈতিক দল প্রচারে নেমেছে। উত্তরবঙ্গের প্রথম দফার ভোট প্রচার জমে উঠেছে। ১৯ এপ্রিল উত্তরবঙ্গের তিন লোকসভা কেন্দ্রে নির্বাচন। ভোটের প্রভাব পড়েছে ধর্মতলা বাস টার্মিনাসে, উত্তরবঙ্গের বাসের একটি বেসরকারি কাউন্টারে রীতিমতো আলোচনার আসর চলছে। যাত্রীদের কথায় জুড়ে যাচ্ছে রাজনীতি। কোন দল কত আসন পাবে তা নিয়ে কথায় কথা বাড়ছে। যাত্রী এবং টিকিট বিক্রেতারা, সব্বাই সামিল হচ্ছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen