রাজ্য বিভাগে ফিরে যান

উত্তরে তৃণমূলের জোড়া সভা, মোদীর কাছে দেশ না বেচার গ্যারান্টি চাইলেন মমতা

April 6, 2024 | 2 min read

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লোকসভা ভোটের প্রচার আরম্ভ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি, কোচবিহারের পর শনিবার উত্তরবঙ্গে জোড়া সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বালুরঘাটের (Balurghat) তপনে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র এবং উত্তর দিনাজপুরের হেমতাবাদে রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে জনসভা করেন মমতা। আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় রায়গঞ্জ কেন্দ্রে ভোটগ্রহণ হবে।

দুই সভা থেকেই বিজেপির বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছেন মমতা। বিজেপিকে (BJP) কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মমতা বলেছেন, ভোটের আগে বুথ এজেন্টদের গ্রেপ্তার করে নেওয়া হচ্ছে। ভোটের প্রচারের কাজে বাধা দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে। তিনি বলেন, ‘‘চ্যালেঞ্জ করছি, যাঁদের গ্রেপ্তার করেছে, তাঁদের পরিবারের সদস্যদের, মা বোনেদের আমি এজেন্ট করব। আমাদের আটকাতে পারবে না।’’

মমতা বলেছন, চকলেট বোমা ফাটালেও এনআইএ চলে আসছে। আরশোলা, ছারপোকা কামড়ালেও মানবাধিকার কমিশনকে পাঠাচ্ছে। সব নজরে রাখা হচ্ছে। এরপরই তিনি বলেন, ‘‘যে অফিসারেরা এটা করছেন, কাউকে ভয় দেখাচ্ছি না, বিজেপি কিন্তু সারাজীবন থাকবে না।’’

কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়ে বামেদেরও আক্রমণ করেছেন মমত। তৃণমূল নেত্রী বলেন, বিজেপির যত রাগ শুধু তৃণমূলের উপরে। সিপিএম তো সবচেয়ে বড় চোরের দল। ৩৪ বছর ধরে চুরি করেছে। ওদের একটা নেতাকেও গ্রেপ্তার করেনি। তৃণমূল সুপ্রিমোর দাবি, ভোটের মুখে এলাকায় তৃণমূলের সংগঠনকে দুর্বল করে দিতেই কেন্দ্রের বিজেপি সরকার চক্রান্ত করে এজেন্সিকে দিয়ে কাজ করাচ্ছে। জয় নিয়ে নিশ্চিত থাকলে কেন তৃণমূল কর্মীদের গ্রেপ্তার করাতে হচ্ছে?প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। ইডি, আয়কর দপ্তরকে বিজেপির ফান্ডিং বক্স বলেও আক্রমণ শানান মমতা। বলেন, ‘‘ওঁরা তল্লাশি অভিযান চালিয়ে টাকা তুলছে আর বিজেপির ফান্ডে দিয়ে দিচ্ছে।’’

এদিনও সিএএ (CAA) নিয়ে মোদী সরকারকে আক্রমণ করেন মমতা। তাঁর কথায়, বিজেপি বলছে সিএএ নাকি হিন্দুদের জন্য। না। মিথ্যা কথা। সিএএ মাথা হলে, এনআরসি ল্যাজ। সিএএ-র পরেই ওটা করা হবে। সবাইকে বিদেশি বানিয়ে দেওয়া হবে। নির্বাচন কমিশনকে আক্রমণ করে মমতা বললেন, তিনি নিরপেক্ষ নির্বাচন কমিশন চান। কিন্তু সকলেই বুঝতে পারছেন। আর বলতে হবে না। বিজেপি যা বলছে, তাই হচ্ছে।

হেমতাবাদের জনসভা থেকে মোদীর (Modi) গ্যারান্টি চাইলেন তৃণমূল নেত্রী। বললেন, ”আগে গ্যারান্টি দাও দেশ বেচবে না, দেশ বাঁচাবে।” মোদীর উদ্দেশ্যে মমতা বলেন, মোদীর গ্যারান্টি মোদীর ছবি। রাজ্য সরকারের গ্যারান্টি, তিনি (মমতা নিজেই) নই, তিনি সামান্য এক মানুষ। রাজ্য সরকারের গ্যারান্টি মা-মাটি-মানুষ। গ্যারান্টি লক্ষ্মীর ভাণ্ডার, গ্যারান্টি বার্ধক্যভাতা। আর মোদী? আগে গ্যারান্টি দাও দেশ বেচবে না। দেশ বাঁচানো সরকারের কাজ। কিন্তু মোদী সরকার সমস্ত বেচে দিচ্ছে। তার আবার গ্যারান্টি!

সরাসরি মোদীর বিরুদ্ধে আক্রমণ শানিয়ে মমতা বলেন, দুর্যোগের পরে এলেন কোচবিহারে, দুর্যোগ নিয়ে একটা কথা নাই ওঁর মুখে! আসলে দুর্যোগ পরিস্থিতি মোকাবিলার জন্য রাজ্য সরকার টাকা দেবে। আর উনি নাম কিনবেন। ভোটের আগে রান্নার গ্যাসের দাম কমানো নিয়ে ফের বিজেপি সরকারের একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, নির্বাচনের আগে গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে। তারপর কিন্তু ফের হাজার টাকা হবে। তখন বলতে হবে, হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Loksabha Election 2024, #Mamata Banerjee, #Modi, #Hemtabad

আরো দেখুন