রাজ্য বিভাগে ফিরে যান

জনজোয়ার ভেসে গেল ঘাটাল – মানুষের সমুদ্রে দেব-অভিষেকের প্রচার

April 7, 2024 | < 1 min read

জনজোয়ার ভেসে গেল ঘাটাল – মানুষের সমুদ্রে দেব-অভিষেকের প্রচার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ঘাটালে লোকসভার (Ghatal Loksabha) সবচেয়ে বড় ইস্যু ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ (Ghatal Master Plan)। দীর্ঘকাল ধরে কেন্দ্রের কাছে দরবার করেও কোন সুরাহা হয়নি। লোকসভায় বারংবার এই নিয়ে আর্জি জানিয়েছেন দু’বারের সাংসদ দেব (দীপক অধিকারী)। এই কেন্দ্র টাকা না দিলে রাজ্যেই ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ করবে বলে জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী।

রবিবারের প্রচারে এদিন ঘাটালে দলীয় প্রার্থী তথা অভিনেতা দেবের (Dev) সমর্থনে ঘাটালে রোড শো শুরু করে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী মানস ভুঁইয়া, শিউলি সাহা-সহ তৃণমূলের (TMC) কয়েকজন নেতা-নেত্রী।

ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামের গেট থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত এই রোড শো (Road Show) হলো।অভিষেক-দেব জুটিকে দেখতে রাস্তার দুধারে শুধু নয়, দুপাশের বাড়ি ছাদে, বারান্দায় উৎসাহী মানুষের ভিড়। জনজোয়ারে ভেসে গেল ঘাটালের প্রায় ২ কিলোমিটার রাস্তা।

প্রসঙ্গত, এবার দেবের বিরুদ্ধে বিজেপি প্রাথী অভিনেতা হিরণ ওরফে হিরন্ময় চট্টোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#ghatal, #Crowds, #loksabha elections 2024, #West Bengal, #Dev, #abhishek banerjee, #tmc

আরো দেখুন