কেরল ব্লাস্টার্সের পর আজ সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসিকে হারাল ইস্টবেঙ্গল, ফলাফল ২-১
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ISL-এ পরপর দুটি ম্যাচে জয় পেল ইস্টবেঙ্গল। শেষ ম্যাচে কেরল ব্লাস্টার্সকে ৪-২ গোলে হারিয়েছিল লাল-হলুদ শিবির। আজ তারা ২-১ গোলে হারাল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসিকে।
আজ, রবিবারের ম্যাচটি ইস্টবেঙ্গলের কাছে ছিল কার্যত ফাইনাল। কারণ, প্লে-অফে উঠতে গেলে এই ম্যাচটি জেতা ছাড়া কোনও উপায় ছিল না ইস্টবেঙ্গলের।
শুরু থেকেই মাঝমাঠে খেলা চলছিল দুই দলের। কোনও দলই বলার মতো সুযোগ তৈরি করতে পারেনি। ম্যাচের ১৯ মিনিটে পেনাল্টি পায় লাল-হলুদ ব্রিগেড। মাথা ঠাণ্ডা রেখে গোল করে দেন ক্রেসপো। তার পর ৬০ মিনিট পর্যন্ত লিড ধরে রেখেছিল ইস্টবেঙ্গল। কিন্তু পেনাল্টিতে সুনীলের গোল আবার হিসাব পালটে দেয়। হারের আতঙ্ক ফের হানা দিতে থাকে লাল-হলুদ শিবিরে।
দলকে ফের ম্যাচে ফেরালেন ক্লেটন। লাল-হলুদের অধিনায়ক, বিপদে দলের ভরসা। ৭৩ মিনিটে নিশুর ভাসিয়ে দেওয়া পাস চিনতে ভুল করেননি। মোক্ষম সময়ে বলে মাথা ছুঁয়ে দিলেন, সোজা গোলে জড়িয়ে গেল বল। ২-১ গোলে এগিয়ে ফের জয়ের আশা ফিরিয়ে দেন দলকে।
ফলে বেঁচে থাকল ইস্টবেঙ্গলের টপ-সিক্সের স্বপ্ন। যুবভারতীতে বেঙ্গালুরুকে হারিয়ে অক্সিজেন পেল তারা। আইএসএলের প্রথম ছয়ে থাকতে গেলে শেষ তিন ম্যাচ জিততেই হবে, কঠিন অঙ্ক ইস্টবেঙ্গলের সামনে। কোচ কার্লেস কুয়াদ্রাত সাফ জানিয়েছেন, “আমাদের মাথায় পুরো পয়েন্ট ছাড়া অন্য কোনও ভাবনা নেই।” সম্ভবত তাঁর সেই কথাই অক্ষরে অক্ষরে পালন করছেন মহেশ সিং-সল ক্রেসপোরা।