রাজ্য বিভাগে ফিরে যান

মহিলাদের ওপর হামলা, কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতা ঠাকুরের

April 8, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মোদীর মন্ত্রিসভার সদস্য তথা বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার শারীরিক নিগ্রহের অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতাবালা ঠাকুর (Mamata Thakur)। বিজেপি প্রার্থী শান্তনুর বিরুদ্ধে তালা ভেঙে প্রয়াত বড়মা বীণাপাণিদেবীর ঘর দখল নেওয়ার অভিযোগ উঠেছে। মমতাবালার দাবি, বড়মার ঘরে ঢোকার সময় তাঁকে ও তাঁর মেয়েকে ধাক্কা মেরে ফেলে দিয়েছেন শান্তনু। তৃণমূল সাংসদ বলেন, প্রধানমন্ত্রী মোদী নারীর সশক্তিকরণ নিয়ে নানান দাবি করেন, সেখানে তাঁরই ‘পরিবারের সদস্য’ এক মহিলার উপর অত্যাচার করেছেন। তাঁর প্রশ্ন, বিজেপির শাসনকালে একজন রাজ্যসভার সাংসদের উপর যদি এমন ‘অত্যাচার’ হয়, তবে আগামীতে সাধারণ মহিলাদের কী অবস্থা হতে পারে?

বীণাপাণি দেবী (Binapani Devi) ঠাকুরবাড়িতে যে ঘরে তিনি থাকতেন, সে’ঘরেই রবিবার রাতে দলবল নিয়ে চড়াও হন শান্তনু, এমনই অভিযোগ উঠেছে। শাবল, হাতুড়ি দিয়ে নিজেই তালা ভাঙেন। বীণাপাণিদেবী বেঁচে থাকাকালীন তাঁর পাশের ঘরে থাকতেন বৌমা মমতাবালা। বর্তমানে তিনি বীণাপাণিদেবীর ঘরটিতে থাকেন। তাঁর অভিযোগ, বড়মা বীণাপাণিদেবী নারী সমাজে সর্বোচ্চস্তরে ছিলেন। তাঁকে সকলে বড়মা বলে পুজো করি। মোদীর পরিবারের সদস্য শান্তনু ঠাকুর জুতো পায়ে লাথি মেরে তালা ভেঙে বড়মার ঘরে ঢুকে তাদের উপর অত্যাচার করেছে। তিনি ও তাঁর মেয়ে ঘরের দরজার পাশে বসেছিলেন। তাঁদের ধাক্কা মেরে ফেলে দিয়ে বড়মার ঘরে জুতো পায়ে ঢোকার অভিযোগ করছেন মমতাবালা। মতুয়াদের আবেগে আঘাত করেছেন শান্তনু, এমনই দাবি করেছেন মমতাবালা। তিনি বলেন, বড়মার প্রতি যে কোটি কোটি মানুষের শ্রদ্ধা রয়েছে, সেই শ্রদ্ধাকে আঘাত করেছে শান্তনু ঠাকুর (shantanu thakur)।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #bjp, #tmc, #Shantanu thakur, #Mamata Thakur, #Binapani Devi Room

আরো দেখুন