বাংলায় ভাষণসর্বস্ব রাজনীতি BJP-র! ডায়মন্ডহারবার, আসানসোলে এখনও দেখা নেই প্রার্থীর
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সপ্তাহ ঘুরলেই শুরু হবে লোকসভা নির্বাচন কিন্তু এখনও বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে ২টি কেন্দ্রে প্রার্থীই দিতে পারেনি বিজেপি। কখনও ২৫, কখনও ৩৫ আসন জেতার টার্গেট দিচ্ছেন মোদী-শাহরা। ডায়মন্ডহারবার ও আসানসোল; দুই কেন্দ্রে এখনও প্রার্থীই দিতে পারেনি বিজেপি! ভোটের মাঠে লড়াই করার নেতা কোথায়? এখনও ডায়মন্ডহারবারে প্রার্থীই ঘোষণা করতে পারেনি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। আসানসোলের ঘোষিত পদ্মপ্রার্থী নিজেই জানিয়ে দিয়েছেন তিনি লড়াই করছেন না। কেন এই দুই আসনে বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না? অভিষেকের (Abhishek Banerjee) গড়ে প্রার্থী খুঁজে পেতে এত টালবাহানার কারণ কী? আসানসোলের প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছে কেন বিজেপি?
প্রতিষ্ঠান বিরোধী হাওয়ায় বিজেপি ভোট পেলেও, আজও বিজেপি (BJP) বাঙালির হয়ে উঠতে পারেনি। গেরুয়া পার্টি নিয়ে আম বাঙালি নৈব নৈব চ। বাংলায় বিজেপির না আছে প্রার্থী, না আছে বুথওয়াড়ি সংগঠন, ফলে তৃণমূলকে লড়াই দেওয়া তাদের পক্ষে কার্যত অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। বাংলায় ৮০ হাজার ৫৩০টি বুথ রয়েছে। অর্ধেক বুথে আজও বিজেপির কোনও সংগঠন নেই। মোদী হাওয়া বলে আর কিছুই নেই বাংলায়। ২৪-র ভোটে বিজেপির কাছে জেতার নয়, আসন ধরে রাখার।
ডায়মন্ডহারবারে (Diamond Harbour) যোগ্য প্রার্থী এখনও খুঁজে পাচ্ছে না বিজেপি। শোনা যাচ্ছে, বহু লোকের কাছে প্রস্তাব গেলেও কেউই ডায়মন্ডহারবারে পদ্মের টিকিটে প্রার্থী হতে রাজি হচ্ছেন না। ডায়মন্ডহারবারে ভোট শেষ দফায়, ১ জুন। শেষ পর্যন্ত বিজেপি ওই আসনে প্রার্থী দেবে তো? প্রশ্ন উঠছে। পাড়ায় পাড়ায় মোদী প্রচার চালাচ্ছেন, তারপরেও প্রার্থী সঙ্কট কেন? একাধিক জেতা আসনে প্রার্থী দিতে বিজেপি হিমশিম খেয়েছে। একেবারে রাজনীতিতে আনকোরা অনভিজ্ঞ লোকেদেরও ভোটের ময়দানে নামানো হয়েছে। দিকে দিকে প্রার্থীদের ঘিরে বিদ্রোহও হচ্ছে। রাজ্যজুড়ে তীব্র হয়েছে বিজেপির আদি-নব্য দ্বন্দ্ব। একাধিক আসনে প্রার্থী নিয়ে ক্ষোভ তো প্রকাশ্যে চলে আসছে। গ্যারান্টি দিয়ে কি ভোট জেতা সম্ভব? কোথায় সংগঠন? প্রশ্ন খোদ বিজেপি কর্মীদের।