অতিসক্রিয় কেন্দ্রীয় এজেন্সি! CBI, NIA-র নিশানায় তৃণমূলের ভোটকুশীলবরা?

ভোটের দিন যত এগিয়ে আসছে, তত বাড়ছে এজেন্সির তৎপরতা। কেন্দ্রীয় এজেন্সির টার্গেট তৃণমূল কংগ্রেসের ভোট ম্যানেজাররা

April 9, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
CBI, NIA-র নিশানায় তৃণমূলের ভোটকুশীলবরা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মোদী হুঁশিয়ারি দিয়েছিলেন, চুন চুনকে সাফ। তাঁর নিশানায় ছিল বিরোধীরাই, তা বলাবাহুল্য। লাগাতার এজেন্সি দিয়ে বিরোধীদের নাজেহাল করা হচ্ছে। বেছে বেছে গ্রেপ্তার করা হচ্ছে বিরোধীদের। দিল্লি থেকে বাংলা সর্বত্র অতিসক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। ভোটের দিন যত এগিয়ে আসছে, তত বাড়ছে এজেন্সির তৎপরতা। কেন্দ্রীয় এজেন্সির টার্গেট তৃণমূল কংগ্রেসের ভোট ম্যানেজাররা। পূর্ব মেদিনীপুরের এগরায় বিজেপি কর্মী খুনের ঘটনায় ৩০ জন নেতা-কর্মীকে একই সঙ্গে তলব করেছে সিবিআই। ৩ ও ৪ মার্চ দু’দফায় ৩০ জনকে নোটিশ পাঠিয়ে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তালিকায় কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেজ-সহ কাঁথি উত্তর বিধানসভার নেতা-কর্মীরা আছেন। নাড়ুয়াবিলা বিস্ফোরণ-কাণ্ডে তৃতীয়বার নোটিশ ইস্যু করেছে এনআইএ। জেলা পরিষদের পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া-সহ তিনজন তৃণমূল নেতাকে কেন্দ্রীয় এজেন্সি নোটিশ পাঠিয়ে দপ্তরে হাজিরা দিতে বলা হয়।

কাঁথি লোকসভার তৃণমূল প্রার্থী উত্তম বারিক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উন্নয়নের সঙ্গে পাল্লা দিতে না পেরে এজেন্সি লেলিয়ে দিয়েছে বিজেপি (BJP)। মানুষ যোগ্য জবাব দেবে। ভগবানপুর ও উত্তর কাঁথি এলাকায় তৃণমূলের ভোট ম্যানেজাররা সিবিআই (CBI) এবং এনআইএ’র (NIA) নোটিশ পেয়েছেন। কাঁথি লোকসভার অধীনে রয়েছে এই দুই বিধানসভা। দু’-তিন বছরের পুরনো মামলায় হঠাৎ করেই কেন ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সির নোটিশ আসছে? প্রশ্ন উঠছে। খোদ বিজেপি কর্মীরাও বিরক্ত। তাঁদের বক্তব্য, ভোটের আগে বাড়াবাড়ির জেরে দলের ফল খারাপ হতে পারে। সব মিলিয়ে কাঁথি লোকসভার ভগবানপুর ও কাঁথি উত্তর বিধানসভার তৃণমূলের ভোট ম্যানেজারদের এজেন্সির নোটিশ ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। প্রশ্ন উঠছে, বিজেপিকে বাড়তি সুবিধা পাইয়ে দিতেই কি তৃণমূলের (TMC) সংগঠনকে দুর্বল করতে নেমেছে কেন্দ্রীয় এজেন্সি?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen