রাজ্য বিভাগে ফিরে যান

সোমবার বৈঠকের পর মঙ্গলে রাজ্যপালকে চিঠি অভিষেকের – কী লিখলেন তৃণমূলের সাধারণ সম্পাদক?

April 9, 2024 | 2 min read

কী লিখলেন তৃণমূলের সাধারণ সম্পাদক?

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: সোমবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (CV Ananda Bose) সঙ্গে সাক্ষাতের পর আজ মঙ্গলবার তাঁকে চিঠি লিখেছেন, তৃণমূলের (TMC) সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই চিঠির মূল বক্তব্য হল-
বিজেপির দ্বারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নির্লজ্জ অপব্যবহার।
বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি এনআইএ এসপি ধন রাম সিং-এর মধ্যে গোপন বৈঠক তৃণমূলের কর্মীদের টার্গেট করতে ষড়যন্ত্র।

তৃণমূল প্রতিনিধিদের দ্বারা বারবার ব্যক্ত করা সমস্যাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসিআই-এর ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তা
দিল্লি পুলিশ দ্বারা তৃণমূল নেতাদের বেআইনিভাবে আটক করা যা তাদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের উপর আঘাত হেনেছে।

উত্তরবঙ্গে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য অবিলম্বে তহবিল বিতরণের প্রয়োজন ব্যবস্থা।

দেখে নিন সেই চিঠি

TwitterFacebookWhatsAppEmailShare

#Dr CV Ananda Bose, #rajbhaban, #tmc, #Abhishek Bannerjee

আরো দেখুন