আজ রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বালুরঘাট থেকেই শুরু শাহী প্রচার

লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণার পরই বাংলায় প্রবল অসন্তোষের মুখে পড়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব।

April 10, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ বুধবার লোকসভা ভোটের প্রচারে বাংলায় প্রথম সভা করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সভার জন্য বেছে নিয়েছেন তুলনায় ‘নিরাপদ’ বালুরঘাট কেন্দ্রকে। ওই আসন বিজেপি প্রার্থী তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) সমর্থনে প্রচার করেন তিনি। বালুরঘাট কেন্দ্রের বুনিয়াদপুরের পতরায় সভা করেন তিনি।

লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণার পরই বাংলায় প্রবল অসন্তোষের মুখে পড়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। এমনকি বিদ্রোহ মেটাতে খোদ মোদীকেই আসরে নামতে হয়েছিল। দিকে দিকে এখনও আসন্তোষ রয়েছে। উত্তরের একাধিক লোকসভা আসন বিজেপির দখলে থাকলেও, আসনগুলিতে বিজেপির কোন্দল কেন্দ্রীয় নেতৃত্বের অস্বস্তি বাড়িয়েছে। আজও বাংলার দুই কেন্দ্রে প্রার্থীই দিতে পারেনি বিজেপি (BJP)। কোচবিহার, জলপাইগুড়ি ও বালুরঘাটে খুব একটা কোন্দল হয়নি। কোচবিহার ও জলপাইগুড়িতে সভা করে গিয়েছেন খোদ মোদী। সে কারণে, পরের তুলনায় নিরাপদ কেন্দ্র বালুরঘাটকে বেছে নিয়েছেন অমিত শাহ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen