প্রচারে বেরিয়ে বাউন্সার! আম জনতার প্রশ্নে মেজাজ হারালেন বরানগরের BJP প্রার্থী সজল ঘোষ

বরানগর পুরসভার এক নম্বর ওয়ার্ডের সুকান্ত পার্ক এলাকায় ভোট প্রচার সারছিলেন সজল। সাধারণ মানুষের কাছে ভোট চাইছিলেন সজল ঘোষ।

April 10, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
সজলের প্রচারে বিতর্ক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রচারে বেরিয়েই মেজাজ খোয়ালেন বরানগর (Baranagar) উপ নির্বাচনের (By Election) বিজেপি প্রার্থী সজল ঘোষ। মঙ্গলবার প্রচার চলাকালীন, স্থানীয় মহিলা বাসিন্দার সঙ্গে রীতিমতো তর্কে জড়িয়ে পড়লেন বরানগরের বিজেপি প্রার্থী। বরানগর পুরসভার এক নম্বর ওয়ার্ডের সুকান্ত পার্ক এলাকায় ভোট প্রচার সারছিলেন সজল। সাধারণ মানুষের কাছে ভোট চাইছিলেন সজল ঘোষ। তখনই জনৈকা সমাপ্তি ধর নামে এক মহিলার কাছে ভোট চাইতে যান বিজেপি প্রার্থী।

ওই মহিলার প্রশ্নের মুখে পড়তেই কার্যত দিশেহারা হয়ে পড়েন সজল। ওই মহিলা বিজেপি প্রার্থীকে সরাসরি প্রশ্ন করেন, তিনি কেন সজলকে ভোট দেবেন? মহিলা সাফ জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, সবুজসাথী-সহ বহু প্রকল্প চালু করেছেন। তারা তৃণমূলকেই ভোট দেবেন।

এরপর মেজাজ হারিয়ে বিজেপি প্রার্থী সজল ঘোষ (Sajal Ghosh) ওই মহিলা ভোটারকে নানান প্রশ্ন করতে থাকেন। রীতিমতো ওই মহিলার সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বিজেপি (BJP) প্রার্থী। সেই বাদানুবাদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভোট প্রচারে বেরিয়ে ভোট দেওয়া নিয়ে বিজেপি প্রার্থীর সঙ্গে স্থানীয় মহিলার প্রকাশ্যে বিবাদে জড়িয়ে পড়া দেখে রাজনীতিবিদরাও হাসছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen