অভিষেকের চিঠির বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছেন রাজ্যপাল

সেই চিঠির মূল বক্তব্য ছিল-বিজেপির দ্বারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নির্লজ্জ অপব্যবহার।

April 10, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
অভিষেকের চিঠির বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছেন রাজ্যপাল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (C. V. Ananda Bose) সঙ্গে সাক্ষাতের পর মঙ্গলবার তাঁকে চিঠি লেখেন, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই চিঠির মূল বক্তব্য ছিল-বিজেপির দ্বারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নির্লজ্জ অপব্যবহার।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, রাজ্যপাল (Governor) এই চিঠির বিষয়টি জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়েছেন। অভিষেকের অভিযোগ ছিল, বিজেপি (BJP) নেতা জিতেন্দ্র তিওয়ারি ( Jitendra Tiwari) এনআইএ (NIA) এসপি ধন রাম সিং-এর মধ্যে গোপন বৈঠকের মাধ্যমে তৃণমূলের (TMC) কর্মীদের টার্গেট করতে ষড়যন্ত্র করা হচ্ছে। তৃণমূল সূত্রে খবর, আবার রাজ্যপালের সঙ্গে দেখা করার সময় চেয়েছে তৃণমূল প্রতিনিধিরা।

রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে যে তৃণমূলের প্রতিনিধিদলের সদস্যরা সাক্ষাৎ করবেন তাঁরা হলেন –

১) শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়

২) শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়

৩) শ্রীমতী মালা রায়

৪) শ্রীমতি চন্দ্রিমা ভট্টাচার্য্য

৫) ড: শশী পাঁজা

৬) শ্রী ফিরহাদ হাকিম

৭) শ্রী অরূপ বিশ্বাস

৮) শ্রী ব্রাত্য বসু

৯) শ্রী কুণাল ঘোষ

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen