রাজ্য বিভাগে ফিরে যান

কালনায় প্রচারে ঝড় তুললেন তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার

April 10, 2024 | < 1 min read

তৃণমূল কংগ্রেস প্রার্থী শর্মিলা সরকার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কে হবেন তা নিয়ে একসময় চলছিল জল্পনা। অবশেষে ২০১৪ ও ২০১৯ সালে পরপর দু’বারের জয়ী সাংসদ সুনীল মণ্ডলের পরিবর্তে নতুন মুখের উপর ভরসা রাখে তৃণমূল৷ টিকিট পান শর্মিলা সরকার। পেশায় মনোরোগ বিশেষজ্ঞ। পূর্ব বর্ধমানের কাটোয়ার অগ্রদ্বীপের বাসিন্দা হলেও আপাতত তিনি কলকাতা নিবাসী।

নিজের কেন্দ্রে প্রচারে ঝড় তুলেছেন তিনি। মঙ্গলবার দিনভর কালনা-২ ব্লকে প্রচার চালালেন তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার। বড় ধামাস অঞ্চলে মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। প্রার্থীর সঙ্গে ছিলেন তৃণমূল নেতা দেবু টুডু, ব্লক সভাপতি প্রণব রায় প্রমুখ। পুজো দিয়ে হেঁটে বালিন্দর, টোলা, বৈদ্যপুর, হাঁসানহাটি প্রভৃতি গ্রামে প্রচার করেন। গ্রামের বাসিন্দারা ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান। দুপুরে এক কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন। এদিনই কালনা-১ ব্লকের নান্দাই অঞ্চলে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে বৈঠকে ভোটপ্রচারে নামার আহ্বান জানান তৃণমূল নেতা স্বপন দেবনাথ। ধাত্রীগ্রামেও কর্মীদের সঙ্গে বৈঠক করেন।

এদিন বিকেলে শর্মিলা বাদলা, উদয়পুর সহ একাধিক গ্রামে প্রচার সেরে কুলটিতে সভা করেন। প্রচার র‌্যালিতে রাস্তার দু’ধারে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেন। কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দলের নেতা দেবু টুডু বলেন, কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও এলাকার উন্নয়ন হয়েছে। ঘরে ঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনহিতকর প্রকল্পের সুবিধা পৌঁছে গিয়েছে। প্রচারে বিপুল সাড়া মিলছে। মানুষ যে জোড়াফুল চিহ্নে ভোট দিতে মুখিয়ে আছে তা বোঝা যাচ্ছে।এদিন নান্দাই অঞ্চলে এলাকার মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে বৈঠক করেন স্বপনবাবু। ‌অঞ্চলে তিনশোর বেশি স্বনির্ভর গোষ্ঠীতে তিন হাজারের বেশি মহিলা রয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Kalna, #loksabha elections 2024, #dr sharmila sarkar, #Burdwan purba

আরো দেখুন