ISL: পঞ্জাবের কাছে ৪ গোল খেয়ে সাতে নেমে গেল ইস্টবেঙ্গল
April 10, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ ISL-এ জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এফসি ও পঞ্জাব এফসি।
ম্যাচের প্রথমার্ধে ৩ গোল হয়। ১৯ মিনিটের মাথায় পঞ্জাবের হয়ে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন গিল। পাল্টা ২৫ মিনিটের মাথায় সায়ন ব্যানার্জি গোল করে লালহলুদ শিবিরের হয়ে। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ৪৩ মিনিটে তালাল দ্বিতীয় গোল করে ২-১ এগিয়ে দেন পঞ্জাব কে।
দ্বিতীয়ার্ধ জুড়ে দাপট বজায় রাখে পঞ্জাব। ৬২ মিনিটের মাথায় গিল নিজের দ্বিতীয় গোল ও দলের তৃতীয় গোল করেন। ৭০ মিনিটের মাথায় Majcen। অবশেষে ৪-১ গোলে ইস্টবেঙ্গলকে পরাজিত করে পঞ্জাব এফসি।