দেশ বিভাগে ফিরে যান

আবার করোনার ছোবল, আক্রান্ত হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর

August 24, 2020 | < 1 min read

করোনার থাবায় এবার হরিয়ানার মুখ্যমন্ত্রী ৷ কোভিড ১৯ সংক্রমণে আক্রান্ত মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর ৷ ট্যুইট করে তিনি নিজেই এই খবর জানিয়েছেন ৷ একইসঙ্গে তিনি আর্জি জানিয়েছে যে গত এক সপ্তাহে তাঁর সহকর্মী, অ্যাসোসিয়েট সহ যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন সবাই যেন এখনই কোয়ারেন্টাইনে চলে যান ৷

জানা গিয়েছে, সোমবার সকালেই পঞ্চকুলা কোভিড ল্যাবে টেস্টের জন্য মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের নমুনা পাঠানো হয় ৷ বিকেল নাগাদ সেই রিপোর্ট এলে জানা যায় তিনি কোভিড পজিটিভ ৷ রিপোর্ট জানার পরই আইসোলেশনে চলে গিয়েছে হরিয়ানার মুখ্যমন্ত্রী ৷ একইসঙ্গে ট্যুইট করে সংস্পর্শে আসা সবাইকে কোভিড টেস্ট করানোর সঙ্গে সঙ্গে কোয়ারেন্টাইনে যাওয়ার আবেদন করেছেন ৷ অন্যদিকে, হরিয়ানার স্বাস্থ্যবিভাগ গত এক সপ্তাহে কারা মুখ্যমন্ত্রীর সংস্পর্শে এসেছেন সেই তালিকা তৈরি করছে ৷

এদিনই হরিয়ানার বিধানসভা স্পিকার চন্দ্র গুপ্তেরও করোনা রিপোর্ট পজিটিভ হওয়ার খবর মেলে ৷ সন্ধে গড়াতেই রাজ্য প্রশাসনের প্রধান মনোহর লাল খট্টরের শরীরেও সংক্রমণের খবর আসে ৷ হরিয়ানায় এখনও পর্যন্ত করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪,৩৮৬ ৷ এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬০৩ জনের এবং সুস্থ হয়ে উঠেছেন ৪৪,৮২২ জন৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Manohar Lal Khattar, #Haryana, #CM

আরো দেখুন