প্রযুক্তি বিভাগে ফিরে যান

বাজারে দুটি নতুন অত্যাধুনিক ফোন নিয়ে হাজির রিয়েলমি 

August 25, 2020 | < 1 min read

নতুন দুটি স্মার্টফোন নিয়ে হাজির রিয়েলমি। শক্তিশালী ব্যাটারি, দুর্দান্ত ক্যামেরা সেটআপ-সহ একাধিক আকর্ষণীয় ফিচার দিতে চলেছে সংস্থা, পকেটের বিন্দুমাত্র ক্ষতি না করেই। রিয়েলমি তার  অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এই দুটি স্মার্টফোনের লঞ্চের তারিখও প্রকাশ করেছে।  

আসুন দেখে নেওয়া যাক ফোন দুটিতে কি কি সুবিধা পাওয়া যাবেঃ  

রিয়েলমি সি ১২-এর সম্ভাব্য স্পেসিফিকেশন 

এই ফোনে থাকতে পারে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম সঙ্গে হেইলো পি৩৫ এসওসি চিপসেট।  এই ফোনে থাকছে ৬০০০ এমএএইচ-এর শক্তিশালী ব্যাটারি। জানা গিয়েছে, ট্রিপল ক্যামেরা সেটআপ-সহ লঞ্চ করা হবে এই ফোন। এই ফোনে রয়েছে ৩ জিবি র্যা ম। থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও।  

রিয়েলমি সি ১৫-এর সম্ভাব্য স্পেসিফিকেশন 

কোয়াড ক্যামেরা সেটআপের সঙ্গে লঞ্চ করা হবে এই ফোন। এই ফোনেও থাকছে ৬০০০ এমএএইচ-এর শক্তিশালী ব্যাটারি। থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও। এই ফোনে থাকতে পারে এইচডি প্লাস রেজোলিউশন-সহ ৬.৫-ইঞ্চি ডিসপ্লে। এই ফোনেও থাকছে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম সঙ্গে মিডিয়াটেক হেইলো জি৩৫  এসসি চিপসেট। রয়েছে ৪ জিবি র্যা ম। থাকবে   ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও। এই ফোনে থাকবে ১৩ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও থাকতে পারে।  

দাম

মনে করা হচ্ছে এই দুটি স্মার্টফোনের দাম থাকবে ১০,০০০ টাকার মধ্যেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#technews, #Realme

আরো দেখুন