রাজ্য বিভাগে ফিরে যান

প্রথম পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, পয়লা বৈশাখের জন্য কী কী প্রস্তুতি নিচ্ছে প্রশাসন?

April 12, 2024 | < 1 min read

পশ্চিমবঙ্গ দিবস

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সুদীর্ঘ আলোচনার পর পয়লা বৈশাখকেই পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। গত আগস্টে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের জন্য বিধানসভায় প্রস্তাব গ্রহণ করা হয়। প্রতি বছর, বাংলা দিবস পালনের সরকারি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়। এবারই প্রথম রাজ্য দিবস পালিত হতে চলেছে বাংলায়।

নির্বাচনের সময় আদৰ্শ নির্বাচনী আচরণবিধি (Model Code of Conduct) জারি রয়েছে। তবে রাজ্য দিবস আয়োজনে প্রয়োজনীয় অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। জানা যাচ্ছে, রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর নববর্ষের দিন বিকালে রবীন্দ্রসদনের সামনে ক্যাথিড্রাল রোডে রাজ্যস্তরের অনুষ্ঠান আয়োজন করছে। আদর্শ নির্বাচনী আচরণবিধি বলবৎ থাকায়, সরকারি অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিতি থাকবে না বলে খবর। ১ বৈশাখে রাজ্য দিবস পালনের ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের কোনও মন্ত্রী উপস্থিত থাকবেন না। পরিবর্তে ক্যাথিড্রাল রোডে রাজ্যস্তরের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে জেলাস্তরেও পশ্চিমবঙ্গ দিবস পালিত হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#WB govt, #Poila Baishakh, #West Bengal day, #West Bengal's State Day

আরো দেখুন