দেশ বিভাগে ফিরে যান

কেন্দ্রের জব পোর্টালে কর্মপ্রার্থী ৬৯ লক্ষ, কাজ পেয়েছেন কয়েকজন

August 25, 2020 | < 1 min read

টানা লকডাউনে পরিযায়ী শ্রমিকদের চরম দুর্দশা বারবার শিরোনামে এসেছে। কর্মচ্যুত হয়েছেন অসংখ্য মানুষ। আনলক পর্বে তাই অর্থনীতির চাকা সচল করার প্রচেষ্টা শুরু হয়েছে। গত ১১ জুলাই একটি সরকারি জব পোর্টাল চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাত্র ৪০ দিনে এই পোর্টালে নাম নথিভুক্ত করেছেন ৬৯ লক্ষ কর্মপ্রার্থী। যদিও সেখান থেকে কাজ পেয়েছেন হাতে গোনা কয়েকজন।
প্রধানমন্ত্রীর চালু করা এই জব পোর্টালের নাম আত্মনির্ভর স্কিলড এমপ্লয়ি-এমপ্লয়ার ম্যাপিং। সংক্ষেপে ‘অসীম’।

স্কিল ডেভেলপমেন্ট মন্ত্রকের তথ্য অনুযায়ী, নাম নথিভুক্ত করা ৬৯ লক্ষ মানুষের মধ্যে কাজের প্রস্তাব পেয়েছেন ১ লক্ষ ৪৯ হাজার আবেদনকারী। তাঁদের মধ্যে বাস্তবে কাজে যোগ দিতে পেরেছেন মাত্র ৭ হাজার ৭০০ জন। মন্ত্রক সূত্রে খবর, এই পোর্টালের মাধ্যমে বিভিন্ন পেশার প্রশিক্ষণ দেওয়ার কাজে সহযোগিতা করা হচ্ছে। নাম নথিভুক্তকারীদের সবাই যে পরিযায়ী শ্রমিক, তেমনটা নয়।

দর্জি, ইলেকট্রিশিয়ান, ফিল্ড-টেকনিশিয়ান ও ফিটার সহ স্বনির্ভর পেশার সঙ্গে যুক্ত অসংখ্য মানুষ রয়েছেন। ক্যুরিয়ার ডেলিভারি, নার্স, অ্যাকাউন্ট্যান্ট, সাফাইকর্মী ও সেলসের মতো কাজের জন্য প্রচুর আবেদন আসছে। সরকারি এই পোর্টাল থেকে জানা যাচ্ছে, প্রধানমন্ত্রীর চালু করা গরিব কল্যাণ রোজগার অভিযানে কর্মপ্রার্থীদের মধ্যে মহিলা মাত্র ৫.৪ শতাংশ। দেশের ১১৬টি জেলার জন্য এই কর্মসূচি চালু করেছিলেন প্রধানমন্ত্রী। পোর্টালটিতে নাম নথিভুক্ত করেছে ৫১৪টি সংস্থা। তাদের মধ্যে ৪৪৩টি সংস্থার তরফে ২ লক্ষ ৯২ হাজার চাকরির প্রস্তাব রাখা হয়েছে। তার মধ্যে খাতায় কলমে প্রস্তাব গিয়েছে ১ লক্ষ ৪৯ হাজার আবেদনকারীর কাছে। যা মোট ৬৯ লক্ষ আবেদনকারীর মাত্র ২ শতাংশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#job, #central government, #Job Portal

আরো দেখুন