রাজ্য বিভাগে ফিরে যান

‘সুভাষচন্দ্রর ফরওয়ার্ড ব্লক BJP-র কাছে কত টাকায় বিক্রি হল?’ বিতর্কিত পোস্টার বারাসাতে

April 14, 2024 | < 1 min read

ছবি সৌজন্যেঃ কলকাতা টিভি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বারাসাত আসনটিতে বামফ্রন্টের তরফে বরাবর ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়ে এসেছে। এবারেও ব্যতিক্রম হয়নি। ফরওয়ার্ড ব্লক বারাসতে প্রথম প্রার্থী করেছিল প্রবীর ঘোষকে। তাঁর সঙ্গে বিজেপির যোগ থাকার অভিযোগে প্রার্থী বদল করা হয়। দলের তরফে নতুন প্রার্থী করা হয় দলের জেলা সম্পাদক সঞ্জীব চট্টোপাধ্যায়কে।

শনিবার বারাসত লোকসভা আসনের বিভিন্ন জায়গায় ফরওয়ার্ড ব্লক প্রার্থীর বিরুদ্ধে পোস্টার ও ব্যানার পড়ল। ফরওয়ার্ড ব্লককে বিজেপির কাছে কত টাকায় বিক্রি করা হয়েছে? এ প্রশ্ন উঠল পোস্টারে। ফরওয়ার্ড ব্লক বাঁচাও কমিটি উত্তর ২৪ পরগনা জেলার নামে শনিবার সকালে বারাসতের বিভিন্ন জায়গায় বিতর্কিত ব্যানার ও পোস্টারের দেখা মিলেছে। পোস্টারের মাধ্যমে ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায় ও সঞ্জীব চট্টোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হয়েছে, সুভাষচন্দ্র বসুর ফরওয়ার্ড ব্লককে বিজেপির কাছে কত টাকায় বিক্রি করা হল?

তবে ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের বক্তব্য এ কাজ বিজেপির, অন্যদিকে বিজেপির নেতারা বলছেন বামেদের কোন্দলের কারণে এমন পোস্টার পড়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Controversy, #barasat, #bjp, #Poster, #forward bloc, #Netai Subhas Chandra Bose

আরো দেখুন