← কলকাতা বিভাগে ফিরে যান
বাসন্তী পুজোকে কেন্দ্র করে উৎসবের আমেজ বাগনানে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাগনানের হিজলক গ্রামে এখন উৎসবের আমেজ, উপলক্ষ্য বাসন্তী পুজো। পাশাপাশি দুই গ্রাম হিজলক ও পাতিনান মেতে উঠেছে বাঙালির এই পুজোকে ঘিরে। জনশ্রুতি রয়েছে, এলাকার বাসিন্দা প্রবীর শাসমল, তাপস মাইতি ও স্বর্গীয় কালীপদ অধিকারী একই সঙ্গে দেবী বাসন্তীর স্বপ্ন দেখেছিলেন।
তারপর থেকে ধূমধাম করে বাসন্তী পুজো হয়ে আসছে। বাগনানের হিজলক গ্রামের নবারুণ ক্লাব বাসন্তী পুজো করছে। এবার তাঁদের পুজো ৪৩ বর্ষে পদার্পণ করেছে। ক্লাবের কর্ম কর্তারা জানান, তাঁদের পুজো বসন্ত উৎসব নামে পরিচিত। এ বছর তাঁদের থিম গৃহবন্দি মানুষ। বাসন্তী পুজো উপলক্ষ্যে পাঁচদিন ধরে নানান প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয়দের বিশ্বাস মা বাসন্তীর কাছে প্রার্থনা করলেই সন্তান লাভ হয়। সে’কারণে পুজোর দিনগুলিতে ভক্তদের ভিড় উপচে পড়ে।