রাজ্যপালকে ভোটের দিন কোচবিহারে না যাওয়ার পরামর্শ নির্বাচন কমিশনের

বৃহস্পতিবার সকালে কোচবিহারের জন্য রওনা হবেন তিনি। ফিরবেন ভোট শেষের পর, শুক্রবার রাতে।

April 17, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
রাজ্যপাল সি ভি আনন্দ বোস

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে (C. V. Ananda Bose) প্রথম দফার ভোটের দিন কোচবিহারে না যাওয়ার জন্য অনুরোধ করেছে নির্বাচন কমিশন। তারা জানিয়েছে, নির্বাচনের দিন রাজ্যের রাজ্যপাল যদি নির্বাচনক্ষেত্রে উপস্থিত থাকেন, তবে তা ভোটের আদর্শ আচরণ বিধি (Model Code of Conduct) ভাঙবে। ই মেল মারফত এই অনুরোধ করা হয়েছে বলে সূত্রের খবর।

ভোট-বাংলায় কোচবিহার (Cooch Behar) নামটা শুনলেই মনে আসে সেই শীতলখুচির ঘটনা। পাশাপাশি উদয়ন গুহ এবং নিশীথ প্রামাণিকের সংঘাতের কথাও কী ভাবে ভোলা যাবে? কিছুদিন আগে পর্যন্তও তৃণমূল-বিজেপি সংঘাত হয়েছে জেলায়। এই পরিস্থিতিতে রাজ্যপাল বলেছিলেন, ভোট চলাকালীন তিনি নিজে কোচবিহারে থাকবেন। সরেজমিনে খতিয়ে দেখবে এলাকার পরিস্থিতি এবং নিরাপত্তার ব্যবস্থা। বৃহস্পতিবার সকালে কোচবিহারের জন্য রওনা হবেন তিনি। ফিরবেন ভোট শেষের পর, শুক্রবার রাতে। কিন্তু সেই সফরে বাধা দিল কমিশনই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen