তাপপ্রবাহ- গরমের ছুটি ২২ এপ্রিল থেকে, বিজ্ঞপ্তি শিক্ষা দপ্তরের
বৃহস্পতিবার রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে একটি বিবৃতি জারি করে এই খবর জানানো হয়েছে।
April 18, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: তীব্র তাপপ্রবাহের জেরে পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলোতে গরমের ছুটি এগিয়ে আনা হল। চলতি মাসের ২২ তারিখ থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে কবে অবধি ছুটি চলবে, এই বিষয় এখনও ধোঁয়াশা।

বৃহস্পতিবার রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে একটি বিবৃতি জারি করে এই খবর জানানো হয়েছে। বলা হয়েছে, রাজ্যর কালিম্পং, কার্শিয়াং এবং দার্জিলিং ব্যতীত অন্য সমস্ত জেলার সরকার এবং সরকার সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ছুটি থাকবে। শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বেসরকারি স্কুলগুলিকেও গরমের ছুটি এগিয়ে আনার কথা বিবেচনা করতে বলা হয়েছে।