প্রচারে ঝড় তুলছেন আরামবাগের তৃণমূল প্রার্থী, টার্গেট চার বিধানসভা

বুধবার সকালে তারকেশ্বর শিবমন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী।

April 18, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
প্রচারে ঝড় তুলছেন আরামবাগের তৃণমূল প্রার্থী

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ রীতিমতো ঝড় তুলছেন, লোকসভার অন্তর্গত চার বিধানসভাকে টার্গেট করছে জোড়াফুল শিবির। বুধবার দিনভর, তারকেশ্বর বিধানসভা এলাকায় প্রচার সারলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী।

বুধবার সকালে তারকেশ্বর শিবমন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী। তারকেশ্বর পুরসভা এলাকার ৪, ৫, ৬, ৭, ৮ নম্বর ওয়ার্ডগুলিতে হেঁটে, টোটোতে প্রচার চলে। প্রচারে বেরিয়ে বাজার থেকে সবজি কেনেন প্রার্থী। দলীয় কর্মীদের মাঝে মাঝে জলপানের জন্য অনুরোধ জানান তিনি। দ্বিতীয় পর্যায়ে ভঞ্জিপুর পঞ্চায়েত এলাকায় প্রচার চালান তিনি। মিতালি বাগ জানান, আরামবাগ লোকসভা কেন্দ্রের চারটি বিধানসভা একুশের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়েছিল। এবার সেই বিধানসভা কেন্দ্রগুলিতেও জিতবে তৃণমূল। চন্দ্রকোনা, তারকেশ্বর, হরিপালের বিশাল সংখ্যক ভোটার তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করবেন বলে আশাবাদী মিতালি। সব মিলিয়ে আরামবাগ লোকসভা কেন্দ্রে বিপুল সংখ্যক ভোটে জিতবে তৃণমূল কংগ্রেস। তৃণমূল প্রার্থীর সঙ্গে দলের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দু সিংহরায়-সহ স্থানীয় নেতৃত্বরা প্রচার চালান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen