দেশ বিভাগে ফিরে যান

উত্তরপ্রদেশে মুজফ্‌ফনগরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ এসপি-র

April 19, 2024 | < 1 min read

সঞ্জীব বালিয়ান

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: উত্তরপ্রদেশের মুজফ্‌ফনগরের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বালিয়ানের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ তুললেন সমাজবাদী পার্টির প্রার্থী হরেন্দ্র মালিক। এছাড়া রামপুর এবং মুজফ্‌ফনগরের এলাকা বুথে ইভিএমে ত্রুটি দেখা দিয়েছে। এই অর্থে কমিশনে অভিযোগও দায়ের করেছেন তিনি।

এছাড়া প্রকাশ্যে এসেছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের কয়েকটি জায়গায় অশান্তির অভিযোগ। সমাজবাদী পার্টি রাজ্যের শাসক দল বিজেপির বিরুদ্ধে ভোটে হিংসার ঘটনার অভিযোগ তুলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#sp, #sanjiv baliwan, #Uttar Pradesh, #bjp, #Samajwadi Party, #Loksabha Election 2024, #booth capture

আরো দেখুন